তালেবান পুষছে আইএসআই
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সি (আইএসআই) ইসলামী বিদ্রোহী গোষ্ঠী তালেবানকে লালন করে বলে স্বীকার করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। ভারতের অনুকূলে থাকা আফগানিস্তানের অ-পশতুন সরকার ও কর্মকর্তাদের পতনের জন্য ২০০১ সালের পর তালেবানদের সহযোগিতা দিয়ে আসছে আইএসআই। শুক্রবার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক সেনাশাসক মোশাররফ এসব কথা জানান। পারভেজ মোশাররফ বলেন, ‘স্পষ্টত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আক্রমণ প্রতিহত করতে আমরা কিছু গোষ্ঠী খুঁজে ছিলাম। আর সেটাতে কাজ করতে গোয়েন্দা সংস্থা এগিয়ে এসেছিল। তালেবান গোষ্ঠীদের সঙ্গে গোয়েন্দারা যোগাযোগ করেছিল। নিশ্চিতভাবে তারা করেছিল এবং এটি তাদের করা উচিতও ছিল।’
১৯৯৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন মোশাররফ। ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। আফগানিস্তানে ভারত-পাকিস্তানের ছায়াযুদ্ধ বন্ধ করার সময় হয়েছে বলে মতপ্রকাশ করেন মোশাররফ। তিনি বলেন, হামিদ কারজাই আমলের সেই অবস্থা আর নেই। তাই নিজেদের স্বার্থে নয়াদিল্লি ও ইসলামাবাদকে এ সংঘাত বন্ধ করতে হবে। আশরাফ ঘানির শাসনে এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব বলে মনে করছেন তিনি। পাকিস্তানকে বিলীন করতে বেলুচিস্তান ও উপজাতীয় এলাকার সন্ত্রাসীদের ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালইসিস উইং (র) সমর্থন করছে বলেও অভিযোগ করেন তিনি। সাবেক এ সেনাশাসক বলেন, ‘স্বাধীনতার পর থেকে গোয়েন্দা সংস্থা আইএসআইও একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যেটা এখনও অব্যাহত রয়েছে। এটা বন্ধ হওয়া উচিত।
No comments