ঝুঁকিতে ইউক্রেন রাশিয়া শান্তিচুক্তি
ইউক্রেনে নতুন করে সংঘর্ষ হওয়ায় শান্তিচুক্তি ‘মারাত্মক ঝুঁকির মধ্যে’ পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সংকট নিরসনে শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও সেখানে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। রোববার থেকে এ শান্তিচুক্তি কার্যকর হওয়ার কথা। বৃহস্পতিবার বেলারুশের রাজধানী মিনস্কে রাশিয়া ও ইউক্রেন শান্তিচুক্তি স্বাক্ষর করে। শনিবার বিবিসি জানায়, ইউক্রেনে শুক্রবার গোলাগুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে কারা ওই হামলা চালিয়েছে তা জানা যায়নি। দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের আবাসিক এলাকায় হামলা চালানোর জন্য ইউক্রেন সেনাবাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা পরস্পরকে দায়ী করে আসছে।
এদিকে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্ত পার হয়ে রাশিয়া থেকে সেনাদের ইউক্রেনে প্রবেশের খবরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে সংকট নিরসনে ফ্রান্স, রাশিয়া, ইউক্রেনের প্রেসিডেন্ট ও জার্মানির চ্যান্সেলর এ ইস্যু নিয়ে ফোনে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ২০১৩ সালে ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ : ইউক্রেনের পূর্বাঞ্চলের সহিসংতা বন্ধে করা মিনস্ক অস্ত্রবিরতি চুক্তিকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোববার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। কূটনীতিকরা এ কথা জানান। চুক্তিটি বাস্তবায়নের ব্যাপারে সব পক্ষকে আহ্বান জানিয়ে করা রাশিয়ার একটি খসড়া প্রস্তাব ১৫ সদস্যবিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন করতে যাচ্ছে। এ চুক্তির আওতায় রোববার অস্ত্রবিরতি শুরু হচ্ছে।
No comments