নিউ ইয়র্কে ট্রেন-জিপ সংঘর্ষ: নিহত ৭, আহত ১২
যুক্তরাষ্ট্রের
নিউ ইয়র্কের হোয়াইট প্লেইন্স এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন রেলট্র্যাকের
ওপর আটকে যাওয়া একটি জিপ গাড়িকে ধাক্কা দিলে, ট্রেনটির ৬ যাত্রী ও গাড়ির
চালক নিহত হন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। তাদের
অধিকাংশই ট্রেনটির সামনের বগির যাত্রী বলে প্রাথমকিভাবে জানা গেছে। আহতদের
স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। নিউ
ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো একটি সংবাদ-সম্মেলনে বিষয়টি নিশ্চিত
করেছেন। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। ট্রেনের ধাক্কায় গাড়িটি বেশ কয়েক
মিটার দূরে ছিটকে পড়ে। এ ঘটনায় ট্রেনের সামনের বগিতে আগুন ধরে যায়। গাড়িটি
রেল-ট্র্যাকে আটকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। চালক গাড়িটি
ধাক্কা দিয়ে সরানোর জন্য গাড়ির পেছনে ছিলেন। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন
অথরিটি (এমটিএ) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা
ঘটে। ট্রেনটির মোট ৮টি বগিতে ৪০০ যাত্রী ছিলেন। সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা
শুরু হয়ে যায়। আজ সকালে ওই রেললাইনের কয়েকটি অংশ ট্রেন চলাচলের জন্য খোলা
হবে না। এর পরিবর্তে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে শাটল বাসের
ব্যবস্থা করা হয়েছে। কুয়োমো দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনাকে
ধ্বংসাত্মক ও মর্মান্তিক বলে উল্লেখ করেন। তবে ট্রেনটির বেশি যাত্রী আহত না
হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন কুয়োমো।
No comments