সব সময় ভয় ভয় লাগে
*কলকাতা থেকে ফিরে কি শুটিং শুরু করেছেন?
**হ্যাঁ, শুটিং শুরু করেছি। নতুন ধারাবাহিক ‘সাপলুড’ু নাটকের শুটিং করলাম। শুটিং স্পট ছিল পুবাইল। এছাড়া পুরনো ধারাবাহিকের নাটকের সিডিউল দিয়েছি।
*রাজনৈতিক অস্থিরতায় ঢাকার বাইরে শুটিং করছেন কীভাবে?
**কিছু করার নেই। নাটকটি গ্রামের গল্প নিয়ে তৈরি হচ্ছে। আল্লাহর নাম নিয়ে যাতায়াত করি। সব সময় ভয় ভয় লাগে। আমার নিজের জন্য কোনো চিন্তা নেই। শুধু ভাবি আমার কিছু হলে আমার মেয়ের কী হবে। এভাবে শুটিং করা যায় না।
*নতুন ধারাবাহিকের কেমন সাড়া পাচ্ছেন?
**আরিফ খানের নতুন ধারাবাহিক ‘দলছুট প্রজাপতি’ নাটকটি এনটিভিতে প্রচার শুরু হয়েছে। বেশ কিছু পর্ব প্রচার হল। এরই মধ্যে ভালো সাড়া পেয়েছি। আশা করি, নাটকটি দর্শকরা আরও বেশি উপভোগ করবেন।
*প্রচারের অপেক্ষায় আছে কোন কোন ধারাবাহিক?
** ইদ্রিস হায়দারের ‘পালঙ্ক’, মাইনুল হাসান খোকনের ‘জীবনের গল্প’ ধারাবাহিকগুলো প্রচারের অপেক্ষায় আছে। এছাড়া আরও কয়েকটি নতুন নাটকের ব্যাপারে কথা হচ্ছে।
*নতুন বিজ্ঞাপনে কেমন সাড়া পাচ্ছেন?
**বিজ্ঞাপনটি নতুন নয়। গতবছর করেছিলাম। আমিতাভ রেজা নির্মাণ করেছিলেন। ইন্ডিয়ার পণ্য হওয়ায় তেমন দেখা যায়নি। এখন একটু বেশি প্রচার হচ্ছে। সবাই ভাবছে নতুন বিজ্ঞাপন।
*অন্যান্য বিজ্ঞাপনের খবর কী?
**পুরনো একটি চাটনির ও লন্ড্রি সাবানের বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এছাড়া আরএফএলের নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছি। এখনও প্রচার হয়নি। তবে শিগগিরই প্রচার শুরু হওয়ার কথা আছে।
বিএম ইমরান
**হ্যাঁ, শুটিং শুরু করেছি। নতুন ধারাবাহিক ‘সাপলুড’ু নাটকের শুটিং করলাম। শুটিং স্পট ছিল পুবাইল। এছাড়া পুরনো ধারাবাহিকের নাটকের সিডিউল দিয়েছি।
*রাজনৈতিক অস্থিরতায় ঢাকার বাইরে শুটিং করছেন কীভাবে?
**কিছু করার নেই। নাটকটি গ্রামের গল্প নিয়ে তৈরি হচ্ছে। আল্লাহর নাম নিয়ে যাতায়াত করি। সব সময় ভয় ভয় লাগে। আমার নিজের জন্য কোনো চিন্তা নেই। শুধু ভাবি আমার কিছু হলে আমার মেয়ের কী হবে। এভাবে শুটিং করা যায় না।
*নতুন ধারাবাহিকের কেমন সাড়া পাচ্ছেন?
**আরিফ খানের নতুন ধারাবাহিক ‘দলছুট প্রজাপতি’ নাটকটি এনটিভিতে প্রচার শুরু হয়েছে। বেশ কিছু পর্ব প্রচার হল। এরই মধ্যে ভালো সাড়া পেয়েছি। আশা করি, নাটকটি দর্শকরা আরও বেশি উপভোগ করবেন।
*প্রচারের অপেক্ষায় আছে কোন কোন ধারাবাহিক?
** ইদ্রিস হায়দারের ‘পালঙ্ক’, মাইনুল হাসান খোকনের ‘জীবনের গল্প’ ধারাবাহিকগুলো প্রচারের অপেক্ষায় আছে। এছাড়া আরও কয়েকটি নতুন নাটকের ব্যাপারে কথা হচ্ছে।
*নতুন বিজ্ঞাপনে কেমন সাড়া পাচ্ছেন?
**বিজ্ঞাপনটি নতুন নয়। গতবছর করেছিলাম। আমিতাভ রেজা নির্মাণ করেছিলেন। ইন্ডিয়ার পণ্য হওয়ায় তেমন দেখা যায়নি। এখন একটু বেশি প্রচার হচ্ছে। সবাই ভাবছে নতুন বিজ্ঞাপন।
*অন্যান্য বিজ্ঞাপনের খবর কী?
**পুরনো একটি চাটনির ও লন্ড্রি সাবানের বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এছাড়া আরএফএলের নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছি। এখনও প্রচার হয়নি। তবে শিগগিরই প্রচার শুরু হওয়ার কথা আছে।
বিএম ইমরান
No comments