বৃটিশ হাইকমিশনারের উদ্বেগ
চলমান
সহিংসতায় অব্যাহত প্রাণহানি আর হতাহতের ঘটনায় উদ্বগ প্রকাশ করেছেন
বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। সহিংসতা থেকে
বেরিয়ে আসতে তিনি সকল পক্ষকে এক হওয়ার আহ্বান জানিয়েছে। চলমান সহিংসতায়
দেশের উন্নয়ন এবং স্থীতিশীলতা ব্যহত হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, শিশুদের পড়াশোনা ক্ষতিগ্রস্থ হচ্ছে। অর্থনীতিতে প্রভাব পড়ছে
প্রতিদিন। এতে দেশের উন্নয়ন ও স্থিতির ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। সহিংস
কর্মকা- ও ভয় ভীতি প্রদর্শন করা এবং এসব কাজে উস্কানি দেয়া থেকে বিরত থাকতে
তিনি সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃটেন থেকে বাংলাদেশে ফিরে দেয়া
এক বিবৃতিতে গিবসন এসব কথা বলেছেন। বিবৃতির শুরুতে তিনি বলেন, গত এক মাসে
বাংলাদেশ জুড়ে সহিংস কর্মকা-ে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছে
কয়েক শত। এতে আমি গভীরভাবে মর্মাহত। চলমান পরিস্থিতিতে চুড়ান্ত মূল্য যে
নিরপরাধ মানুষকে দিতে হচ্ছে- মঙ্গলবার কুমিল্লায় এতোগুলো মানুষের
মর্মান্তিক মৃত্যু তার উদাহরণ বলে তিনি উল্লেখ করেন। শোকাহত পরিবারগুলোর
প্রতি সমবেদনা জ্ঞাপন করে গিবসন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশ সরকারসহ সকল
দলকে সংযম প্রদর্শন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে অব্যাহতভাবে
আহ্বান জানাচ্ছে। সহিংসতা ও বিশৃঙ্খলার এ চক্র ভাঙতে তিনি সকল পক্ষকে এক
হওয়ার আহ্বান জানিয়েছেন।
No comments