গাজীপুরে আগুন, আটক ২৭, আহত ১০
জামায়াতের ডাকা হরতাল চলাকালে আজ সকালে গাজীপুর রেল ক্রসিংয়ে সড়কে আগুন জ্বালিয়ে রেললাইন অবরোধ করার চেষ্টা চালায় জামায়াত, শিবির-কর্মীরা। এ সময় পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়। এছাড়া নগরের ভোগড়া বাইপাসও চান্দনা-চৌরাস্তা এলাকায় গত মঙ্গলবার রাতে দুই যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে বাস দুইটির অধিকাংশই পুড়ে গেলেও কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান। এদিকে হরতালে নাশকতা চালানোর অভিযোগে গাজীপুরে গত ১২ ঘণ্টায় ২৫ জন জামায়াত, শিবির-কর্মীকে আটক করেছে পুলিশ। এরমধ্যে, জয়দেবপুর থানা এলাকা থেকে ১৩ জন, টঙ্গী থানায় ৯ জন ও শ্রীপুর থানা এলাকা থেকে ২ জনকে আটক করা হয়েছে। মিছিলে পুলিশের হামলা ও গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর শিবির সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। তিনি অবিলম্বে আটক নেতা কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, হরতাল সমর্থনে সকালে সড়কের আগুন জ্বালিয়ে নগরের টঙ্গী চেরাগ আলী মার্কেট ও কলেজ গেটে জামায়াত- শিবির মিছিল বের করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। ঘটনার সময় আহত হয়েছে শিবিরের ১০ কর্মী। কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় দুই শিবির-কর্মীকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে, হরতাল সমর্থনে সকালে সড়কের আগুন জ্বালিয়ে নগরের টঙ্গী চেরাগ আলী মার্কেট ও কলেজ গেটে জামায়াত- শিবির মিছিল বের করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। ঘটনার সময় আহত হয়েছে শিবিরের ১০ কর্মী। কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় দুই শিবির-কর্মীকে আটক করেছে পুলিশ।
No comments