সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবির কোম্পানি কমান্ডার নিহত, আটক ২ by ইয়ারব হোসেন
সাতক্ষীরার ভোমরা সীমান্তে দুর্বৃত্তদের হামলায় বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের পলাশ হোসেন (৩৪) ও শহরের বাটকেখালী গ্রামের রনি (২২)। সূত্র জানায়, গতকাল সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের পলাশ ও শহরের বাটকেখালী এলাকার রনি ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি বেড়িবাঁধ এলাকায় যায়। তারা সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় গিয়ে বিভিন্ন ধরনের দৃশ্য ভিডিও করতে থাকে। এ সময় ওই এলাকায় দায়িত্বরত বিলাল নামে এক বিজিবি সদস্য তাদের পরিচয় ও ভিডিও ধারণের কারণ জানতে চাইলে তারা নিজেদের ক্রাইম বার্তা নামে একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্য ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলামকে জানান। সুবেদার নজরুল ইসলাম তাদের চ্যালেঞ্জ করে পরিচয়পত্র চান। তারা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে সুবেদার নজরুল ইসলামের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কোন কিছু বুঝে ওঠার আগে সুবেদার নজরুল ইসলামের ওপর চড়াও হয়ে মারধর করে এক পর্যায়ে তার গোপন অঙ্গে লাথি মারে। এ সময় তিনি মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। সাতক্ষীরার ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি জানান, বৃহস্পতিবার সকালে সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভোমরা সীমান্তের লক্ষ্মীদাঁড়ি বেড়িবাঁধে টহলে ছিলেন। এ সময় কয়েকজন মাদক চোরাচালানি তার ওপর হামলা করে । এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। তাকে দ্রুত সাতক্ষীরা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পলাশ ও রনি নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাস্থল বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান পরিদর্শন করেছেন। নিহত নজরুল ইসলামের সাতক্ষীরা বিজিবি সদর দপ্তরে প্রথম দফা জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান সাংবাদিকদের জানান, নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক হাবিব ও অপর এক সাংবাদিক রিয়াজ টাকা দিয়ে আটককৃত পলাশকে ভোমরা সীমান্ত এলাকায় পাঠায় চোরাচালানের ছবি তোলার জন্য। পলাশ শহরের বাটকেখালী এলাকার রনিকে চোরাচালানি সাজিয়ে মাথায় এক বস্তা রসুন দিয়ে ভোমরা এলাকায় নিয়ে ছবি তোলার সময় বিজিবি বাধা দেয়। এ সময় সুবেদার নজরুল ইসলামের ওপর তারা হামলা চালায়। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মারুফ হাসান জানান, আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।
No comments