ওবামা নয়, পুতিনই ক্ষমতাবান
রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনকে চলতি বছরে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে নির্বাচিত করেছে মার্কিন বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নির্বাচনে পুতিনের কাছে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরুর পর থেকে এ ক্ষেত্রে সর্বমোট তিনবার পরাজিত হলেন ওবামা। এর আগে ওবামা এক দফা পরাজিত হয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে।ক্রিমিয়াকে গণভোটের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা, ইউক্রেনের সঙ্গে চলমান সংকট এবং চীনের সঙ্গে মাল্টি বিলিয়ন ডলার গ্যাস পাইপলাইন নির্মাণের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট পুতিনকে সবচেয়ে শক্তিশালী হিসেবে নির্বাচন করল এ ম্যাগাজিন। চীনের সঙ্গে গ্যাস পাইপলাইন বিশ্বের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প হিসেবে অভিহিত করেছে ফোর্বস। এদিকে, ২০১৪ সালের ফোর্বসের বিশ্বের ৭২ জন শক্তিশালী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন প্রেসিডেন্ট শি। এ তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে পোপ ফ্রান্সিস এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।এবারের তালিকায় প্রথমবারের মতো যে ১২ জন ঠাঁই করে নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তালিকার ১৫ নম্বর স্থানে রয়েছেন তিনি। তাকে ফোর্বস বর্ণনা করেছে ‘হিন্দু জাতীয়তাবাদী’ হিসেবে। তবে তালিকা থেকে পুরোপুরি বাদ চলে গেছেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী, যিনি গত বছর ২১ নম্বর স্থানে ছিলেন।তালিকায় রয়েছে আরও তিন ভারতীয়র নামও। ৩৬ নম্বর স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি, ৫৭ নম্বরে রয়েছেন লক্ষ্মী মিত্তল এবং ৬৪ নম্বরে আছে মাইক্রোসক্ট-এ সিইও সত্য নাদেলা।মোদি ছাড়াও এই তালিকায় প্রথমবারের জন্য নাম উঠেছে আরও ১২ জনের। তাদের মধ্যে রয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, চীনের সব থেকে ধনী ব্যক্তি জ্যাক মা, আতংকবাদী সংগঠন ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদি।অন্যদিকে স্বঘোষিত ইসলামিক স্টেটের খলিফা আবু বকর আল-বাগদাদীও এই তালকায় ৫৪তম স্থানে রয়েছেন। তালিকায় নাম নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
No comments