স্বেচ্ছা অবসরের আবেদন দুই সচিবের
চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন দুই সচিব। তারা হলেন স্বাস্থ্য সচিব মো. নিয়াজ উদ্দিন মিঞা ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব একেএম আমির হোসেন। বৃহস্পতিবার তাদের স্বেচ্ছা অবসরে যাওয়ার আবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বেলা ১১টার দিকে স্বাস্থ্য সচিব মো. নিয়াজ উদ্দিন মিঞা এবং পিএসসি সচিব আমির হোসেনের স্বেচ্ছা অবসরে যাওয়া সংক্রান্ত আবেদন পেয়েছি।মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দুজনসহ চারজনের সনদ বাতিল করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশে ২২ সেপ্টেম্বর এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে ১৩ অক্টোবর এ চার কর্মকর্তাকে ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ২৮ অক্টোবরের মধ্যে নোটিশের জবাব দেন তারা।মন্ত্রণালয় সূত্র জানায়, স্বেচ্ছা অবসরে যাওয়া সংক্রান্ত চিঠি দুটি পাওয়ার পর বৃহস্পতিবারই এ সংক্রান্ত দুটি সারসংক্ষেপ তৈরি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল দুটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এরপর তা রাষ্ট্রপতির অনুমোদন হয়ে ফেরত এলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।সূত্র আরও জানায়, আমির হোসেনের চিঠিতে বলা হয়েছে, আমি ২৫ বছর চাকরি করেছি। এখন অবসরে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। মো. নিয়াজ উদ্দিন মিঞার চিঠিতে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় তিনি স্বেচ্ছা অবসরে যেতে চান বলে উল্লেখ করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা।চাকরি বিধিমালা অনুযায়ী স্বেচ্ছা অবসরে যাওয়ার ইচ্ছা পোষণ করে চিঠি দেয়া হলে তা চূড়ান্ত হিসেবে গণ্য হবে এবং তা পরিবর্তন বা প্রত্যাহারের অনুমতি দেয়া যাবে না।সনদ বাতিল হওয়া অন্য দুজনের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তৎকালীন সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী ৩১ অক্টোবর অবসরে গেছেন। একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার বর্তমানে ওএসডি হিসেবে রয়েছেন। অন্যদিকে বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট প্রাথমিকভাবে স্থগিত করা হয়। এরই মধ্যে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
No comments