কুমিল্লায় ডিবির এসআইকে গুলি করে পিস্তল ছিনতাই
কুমিল্লায় সশস্ত্র ছিনতাইকারীরা ডিবির এসআই ফিরোজ হোসেনকে গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। এ সময় তার ব্যবহৃত সরকারি পিস্তলটি ছিনিয়ে নেয় তারা। বৃহস্পতিবার নগরীর ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ৪-৫ জনের সশস্ত্র একটি ছিনতাইকারী দল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর ঝাউতলা এলাকায় ব্র্যাক ব্যাংকের বিপরীত দিকের একটি গলিতে এসআই ফিরোজ হোসেনকে মোটরসাইকেলে একা পেয়ে তাকে ঘিরে ফেলে। এ সময় এক ছিনতাইকারী ফিরোজকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে তার ২ হাত, কোমর ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং তার ব্যবহৃত সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।নগরীর কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এটিএসআই কামাল উদ্দিন জানান, নগরীর অশোকতলা এলাকার সাজু মিয়ার ছেলে তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী সুমন ওরফে জিরা সুমনের নেতৃত্বে ২টি মোটরসাইকেলযোগে ৪-৫ জন সশস্ত্র ছিনতাইকারী এ হামলা চালায়।এ সময় টহল পুলিশ ধাওয়া করলে ছিনতাইকারীরা কালো রংয়ের রেজিস্ট্রেশনবিহীন একটি পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।গুরুতর আহত ফিরোজ হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ সময় কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. গোলামুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা তাকে দেখতে যান। কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় এসআই ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
No comments