ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছে আল কায়দা
ভারতে যে তাদের সংগঠন প্রভাব বিস্তার করছে, আগেই হুশিয়ারি দিয়েছিল কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়দা প্রধান আয়ামেন আল জাওয়াহিরি। আল কায়দা প্রধানের সেই ঘোষণা যে নিছক হুশিয়ারি নয় তা প্রমাণ হল দেশটির গোয়েন্দাদের সতর্কবার্তায়। দিল্লির গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, দেশে সন্ত্রাসের ছক কষা শুরু করে দিয়েছে আল কায়দা ও ইন্ডিয়ান মুজাহিদিন (আইএস)। গোয়েন্দা কর্মকর্তারা রয়টার্সকে জানান, আল কায়দা ও মুজাহিদিন ভারতে বিদেশীদের অপহরণের পরিকল্পনা করছে। তারা ভারতকে সিরিয়া ও ইরাক বানাতে চায়, যেখানে অব্যাহত সহিংসতা চলছে। জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) প্রধান শরদ কুমার রয়টার্সকে বলেন, স্থানীয় উগ্রপন্থী গ্র“পগুলোর সঙ্গে আল কায়দা ও আইএস কীভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে আমরা সেদিকে খেয়াল রাখছি। বিশেষ করে আফগানিস্তানে হামলার বিষয়ে। তিনি বলেন, আল কায়দার সঙ্গে সাম্প্রতিক সময়ে উগ্রপন্থী সংগঠনগুলোর যোগাযোগ ও কার্যক্রম বেড়েছে। পাকিস্তানের সীমান্তবর্তী ওয়াগায় আÍঘাতী হামলা চালানো হয়েছে। কলকাতায় মঙ্গলবার সন্ত্রাসী হামলার ব্যাপারে সতকর্তা জারি করা হয়েছে। এসব ঘটনার প্রতি আমরা নজর রাখছি। ভারতীয় গোয়েন্দারা বলছেন, তারা যেসব তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন তাতে মনে হচ্ছে আল কায়দা ও আইএমের মধ্যে ঘনিষ্ঠতা দিন দিন বাড়ছে। গত কয়েক সপ্তাহ আগে আল কায়দা উপমহাদেশে হামলা চালানোর জন্য তার সাউথ এশিয়া শাখা স্থাপনের ঘোষণা দেয়। গোয়েন্দা সংস্থাগুলো জানায়, তারা খোঁজ নিয়ে জানতে পেরেছেন আল কায়দা আফগানিস্তান ও পাকিস্তানে ভারতীয় জঙ্গি সংগঠন আইএম ও অন্যান্য উগ্রপন্থী সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে। জাতীয় তদন্ত সংস্থা এমআইয়ের সন্দেহভাজন ১১ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এই চার্জশিট দিতে গিয়েই গোয়েন্দারা যে তদন্ত করেন তাতে ভারত, আফগানিস্তান ও পাকিস্তানি জঙ্গিদের মধ্যে ইন্টারনেট চ্যাটিং ও বৈঠকের কথা ওঠে আসে।
No comments