এশিয়ার কেউ একদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হবে
নিকট ভবিষ্যতে এশিয়া বংশোদ্ভূত ব্যক্তি ব্রিটেনের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বুধবার রাতে বার্ষিক জিজি-২ নেতৃত্ব পুরস্কার অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। ২০১৪ সালের ম্যান অব দ্য ইয়ার ও উইম্যান অব দ্য ইয়ার পুরস্কার বিতরণের সময় ক্যামেরন বলেন, একদিন আমি শুনতে চাই, এখানকার প্রধানমন্ত্রী হয়েছেন ব্রিটিশ-এশিয়ান। ২০১৫ সালের মে মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি বলছি না সেটি এখনই হবে।জিজি-২ নেতৃত্ব পুরস্কার অনুষ্ঠানে ম্যান অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামি রাঙ্গার। সান মার্ক লিমিটেডের সিইও রামিকে মেধাবী উদ্যোক্তা বলে অভিহিত করেন ক্যামরন। এসময় ব্রিটিশ অর্থনীতিতে তার অবদানের জন্য প্রশংসা করেন। উইম্যান অব দ্য ইয়ার পুরস্কার পান পশ্চিম নাটিংহামশাইর কলেজের প্রিন্সিপাল দামে আশা খেমকা। ক্যামেরন বলেন, ব্রিটেনের সফলতা হচ্ছে সমগ্র জাতি-গোষ্ঠীকে একই ছাতার নিচে রেখেছে।
No comments