প্রেমিক চোর
প্রেমিকাকে সন্তুষ্ট করতে মানুষ কত কিছুই তো করে। তাই বলে প্রতি মাসে একটি করে বিলাসবহুল গাড়ি চুরি? হ্যাঁ, প্রেমিকাকে সন্তুষ্ট করতে এক কুয়েতি নাগরিক প্রতি মাসে একটি করে বিলাসবহুল গাড়ি চুরি করতো। অবশেষে এ প্রেমিক চোর এখন শ্রীঘরে। এ খবর দিয়েছে গালফ নিউজ। এ ব্যক্তির প্রেমিকা একটি বিলাসবহুল গাড়ি চালাচ্ছিল। তা দেখে ফেলে ট্রাফিক পুলিশ। পুলিশের কাছে আগেই অভিযোগ এসেছিল, এ গাড়িটিই কয়েক দিন আগে আল আহমাদি এলাকা থেকে চুরি হয়েছে। পুলিশ গাড়িটি থামিয়ে জেরা করতে থাকে ওই প্রেমিকাকে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, এ গাড়িটি তার প্রেমিক উপহার দিয়েছে। এমনকি মাসের শুরুতে তাকে আরেকটি বিলাসবহুল গাড়ি উপহার দিতে চেয়েছিল তার প্রেমিক। কিন্তু পুলিশ যখন তাকে জানায়, তিনি একটি চুরি করা গাড়ি চালাচ্ছিলেন, তখন বেচারি প্রেমিকা হতভম্ব হয়ে পড়েন। নিজের এ ভণ্ড প্রেমিকের সম্পর্কে জানা থাকা সব তথ্যই পুলিশকে দিয়েছেন তিনি। পরে তার তথ্যের ওপর ভিত্তি করে ওই প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, প্রেমিকার কাছে নিজেকে মিলিয়নিয়ার হিসেবে উপস্থাপন করেছিল সে। সেটা বিশ্বাস করানোর জন্য প্রেমিকার পছন্দের গাড়িটি চুরি করে এনে তাকে উপহার দেয় সে। চুরি কিভাবে করতো এই প্রেমিক? তার কৌশল খুবই সাদাসিধে। গাড়ি চুরি করার দরকার নেই। সোজা গাড়ির মালিকের বাসা থেকে চাবিটি চুরি করতে পারলেই কেল্লাফতে। এরপর গাড়িটি চালিয়ে এনে প্রেমিকাকে ‘উপহার’ দেয়ার বিষয়টা তো আরও সহজসাধ্য।
No comments