‘ন্যায় বিচারের পক্ষে কথা বললেই জঙ্গিবাদের উস্কানিদাতা’ -মিজানুর রহমান
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, দেশের পুলিশ যখন বন্ধুক ঠেকিয়ে কোন সাধারণ জনগণকে গুলি করে এটা কোন ধরণের আইনের মধ্যে পড়ে? এতে মানবাধিকার লঙ্ঘণ হয় না? আমি যদি তাদের ন্যায় বিচারের পক্ষে কথা বলি তখন আমাকে জঙ্গিবাদের উষ্কানিদাতা হিসেবে ঘোষণা করা হয়। দেশে আইন আছে। কেউ অপরাধ করলে তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পুলিশের এ ধরণের বর্বরতা কোন সভ্য দেশে নেই। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘হিউম্যান রাইটস ইন বাংলাদেশ: পাস্ট, প্রেজেন্ট এবং ফিউর্চাস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলোচনায় অংশ নেন বাংলাদেশ এনভায়রনমেন্টাল লইয়ার’স এসোসিয়েশনের (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান এবং বাংলাদেশ ইনিস্টটিউট অব ডেভলপমেন্ট স্ট্যাডিজের ডাইরেক্টর ড. বিনায়েক সেন। বইয়ের সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বইটির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের উদ্দ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
No comments