ছোট খবর

মাদ্রিদ
গরিবের তহবিল খায় যুক্তরাষ্ট্র ইউরোপ
বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বরাদ্দ অর্থের সিংহভাগই যায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পেটে। অভুক্ত মানুষের তহবিল খেয়ে ফেলে ধনী দেশগুলো।
গরিবের জন্য অনুদানের অর্থ নানা অজুহাতে বাইরে চলে যায়। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া জানায়, বিশ্বের দরিদ্র দেশগুলোর কৃষির উন্নয়নে বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশনের যে তিন বিলিয়ন মার্কিন ডলার (২৩ হাজার ২১৭ কোটি টাকা) তহবিল দিয়েছে। বাস্তবে এর বেশির ভাগটাই পেয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন ধনী দেশ। বিশ্বের সবচেয়ে দরিদ্র মহাদেশ আফ্রিকা এ থেকে খুব সামান্য ভাগ পেয়েছে। গ্রেইন নামের স্পেনভিত্তিক একটি গবেষণা দল এই তথ্য জানিয়েছে। গেটস ফাউন্ডেশনের অনুদানের ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জাতীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়।
ত্রিপোলি
পার্লামেন্ট বাতিল
লিবিয়ার সুপ্রিমকোর্ট বৃহস্পতিবার দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত পার্লামেন্টকে বাতিল ঘোষণা করেছে। বার্তা সংস্থা লানা এ খবর জানায়। এতে করে সহিংসতাকবলিত দেশটিতে রাজনৈতিক বিশৃংখলা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে। ইসলামপন্থী একজন আইনপ্রণেতা ২৫ জুন অনুষ্ঠিত নির্বাচনের সাংবিধানিকতা সম্পর্কে আদালতের রায় জানতে চেয়ে একটি আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে আদালত এ রায় দিল। ২৫ জুনের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে লিবিয়ায় প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল-থানির সরকার গঠিত হয়। দেশে এখন প্রতিদ্বন্দ্বী দুটি প্রশাসন চালু রয়েছে। এএফপি।
কাবুল
নতুন ন্যাটো প্রধান
ন্যাটোর নয়া প্রধান জেনস স্টোলটেনবার্গ বৃহস্পতিবার কাবুলে এসেছেন। দেশটির নয়া প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে তিনি বৈঠক করবেন। আফগানিস্তানে আগামী মাসে ন্যাটো জোটের সামরিক মিশন শেষ হচ্ছে। তালেবান জঙ্গিদের বিরুদ্ধে ১৩ বছরের অভিযান শেষ করার প্রস্তুতির প্রেক্ষাপটে ন্যাটো প্রধান এ সফরে এলেন। ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে স্টোলটেনবার্গ ২০১৫ সালে রিস্যুলিউট সাপোর্ট মিশন শুরুসহ ন্যাটো-আফগান সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
মাদ্রিদ
গরিবের তহবিল খায় যুক্তরাষ্ট্র ইউরোপ
বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বরাদ্দ অর্থের সিংহভাগই যায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পেটে। অভুক্ত মানুষের তহবিল খেয়ে ফেলে ধনী দেশগুলো।
গরিবের জন্য অনুদানের অর্থ নানা অজুহাতে বাইরে চলে যায়। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া জানায়, বিশ্বের দরিদ্র দেশগুলোর কৃষির উন্নয়নে বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশনের যে তিন বিলিয়ন মার্কিন ডলার (২৩ হাজার ২১৭ কোটি টাকা) তহবিল দিয়েছে। বাস্তবে এর বেশির ভাগটাই পেয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন ধনী দেশ। বিশ্বের সবচেয়ে দরিদ্র মহাদেশ আফ্রিকা এ থেকে খুব সামান্য ভাগ পেয়েছে। গ্রেইন নামের স্পেনভিত্তিক একটি গবেষণা দল এই তথ্য জানিয়েছে। গেটস ফাউন্ডেশনের অনুদানের ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জাতীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়।
ত্রিপোলি
পার্লামেন্ট বাতিল
লিবিয়ার সুপ্রিমকোর্ট বৃহস্পতিবার দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত পার্লামেন্টকে বাতিল ঘোষণা করেছে। বার্তা সংস্থা লানা এ খবর জানায়। এতে করে সহিংসতাকবলিত দেশটিতে রাজনৈতিক বিশৃংখলা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে। ইসলামপন্থী একজন আইনপ্রণেতা ২৫ জুন অনুষ্ঠিত নির্বাচনের সাংবিধানিকতা সম্পর্কে আদালতের রায় জানতে চেয়ে একটি আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে আদালত এ রায় দিল। ২৫ জুনের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে লিবিয়ায় প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল-থানির সরকার গঠিত হয়। দেশে এখন প্রতিদ্বন্দ্বী দুটি প্রশাসন চালু রয়েছে। এএফপি।
কাবুল
নতুন ন্যাটো প্রধান
ন্যাটোর নয়া প্রধান জেনস স্টোলটেনবার্গ বৃহস্পতিবার কাবুলে এসেছেন। দেশটির নয়া প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে তিনি বৈঠক করবেন। আফগানিস্তানে আগামী মাসে ন্যাটো জোটের সামরিক মিশন শেষ হচ্ছে। তালেবান জঙ্গিদের বিরুদ্ধে ১৩ বছরের অভিযান শেষ করার প্রস্তুতির প্রেক্ষাপটে ন্যাটো প্রধান এ সফরে এলেন। ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে স্টোলটেনবার্গ ২০১৫ সালে রিস্যুলিউট সাপোর্ট মিশন শুরুসহ ন্যাটো-আফগান সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। - See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/11/07/170098#sthash.oZ2wuZTc.dpuf

No comments

Powered by Blogger.