প্রধানমন্ত্রীর ‘ভিশনারি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন জয়
জাতিসংঘের সাউথ-সাউথ কো-অপারেশন ‘ভিশনারি অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপো (জিএসএসডি এক্সপো)-এর সমাপনী উৎসবে ওই অ্যাওয়ার্ড’ দেয়া হয়। শুক্রবার প্রধানমন্ত্রীর পক্ষে তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ও পুত্র সজীব ওয়াজেদ জয় জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ইফিং বু-এর হাত থেকে এটি গ্রহণ করেন। তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রযাত্রা এবং শিক্ষার প্রসারে ভূমিকা রাখার জন্য শেখ হাসিনাকে পদকটি দেয়া হয়। পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান জয়। তিনি সেখানে বক্তব্যও রাখেন। পরে এক প্রতিক্রিয়ায় সজীব ওয়াজেদ জয় উপস্থিত গণমাধ্যমকে বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শেখ হাসিনা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে অ্যাওয়ার্ড তারই স্বীকৃতি। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও প্রেসিডেন্ট, হাই লেভেল কমিটি অন সাউথ-সাউথ কো-অপারেশন ড.এ.কে আবদুল মোমেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে গ্লোবাল সাউথ-সাউথ ডেভেলপমেন্ট এক্সপো ২০১৪-এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি এবং সুশীল সমাজের প্রতিনিধি; বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সংবাদমাধ্যম কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আসাদুল ইসলাম, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উপ-প্রধান মোহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ এবং প্রযুক্তিগতভাবে দক্ষিণের দেশগুলোর সামগ্রিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার দিগন্ত বিস্তৃত করার অভিপ্রায়ে ২০০৮ সালে জাতিসংঘে সাউথ সাউথ কো-অপারেশন অফিস স্থাপন করা হয়। প্রতি বছরের সমাবেশে উন্নত বিশ্বের উন্নয়ন পরিক্রমার অভিজ্ঞতা অবহিত হয়ে উন্নয়নশীল বিশ্বে সেই ধারা প্রবাহিত করার ক্ষেত্রে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম।
No comments