ইরান-ছয় জাতি পরমাণু আলোচনা চূড়ান্ত পর্বে
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ১২ বছর ধরে
চলা অচলাবস্থা অবসানের লক্ষ্যে দীর্ঘ এক বছরব্যাপী আলোচনা শনিবার চূড়ান্ত
পর্বে প্রবেশ করেছে। সোমবার অন্তর্বর্তী চুক্তিকে একটি স্থায়ী চুক্তিতে
রূপান্তরের সময়সীমা রয়েছে। অচলাবস্থা নিরসনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন
কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ শুক্রবার রাত থেকে অস্ট্রিয়ার
রাজধানী ভিয়েনায় অবস্থান করছেন। তবে উভয়পক্ষই বলেছে একটি ঐতিহাসিক চুক্তিতে
উপনীত হওয়ার ক্ষেত্রে এখনও আলোচনায় বড় ধরনের মতপার্থক্য থেকে গেছে। হোয়াইট
হাউসের মুখপাত্র এরিক শুলজ ওয়াশিংটনে বলেছেন, স্পস্টত সোমবার চূড়ান্ত
সময়সীমা। আমাদের লোকরা এরই মধ্যে একটি স্থায়ী চুক্তিতে উপনীত হওয়ার জন্য
প্রাণপণ চেষ্টা করছেন। তবে এখনও গুরুতর মতপার্থক্য থেকে গেছে। মতপার্থক্য
এত বেশি যে, ব্রিটেন ও ইরান এ আশংকা প্রকাশ করেছে যে সোমবারের মধ্যে
চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়া সম্ভব না-ও হতে পারে। ইরানি প্রতিনিধি দলের
সঙ্গে ঘনিষ্ট একটি সূত্র জানায়, আলোচকরা একটি সার্বিক পরমাণু চুক্তিতে
পৌঁছার লক্ষ্যে কাজ করছেন। সূত্র জানায়, প্রত্যেকেই একটি সাধারণ কাঠামোর
ভিত্তিতে একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন, যাতে বিস্তারিত বিষয়াদি
চূড়ান্ত রূপ দেয়া যায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি একটি চুক্তি সম্পাদনের অভিপ্রায় ব্যক্ত করার পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড চুক্তি সম্পাদনে বিলম্বের সম্ভাবনার কথা তুলেছেন। ভিয়েনা যাওয়ার আগে বৃহস্পতিবার কেরি প্যারিসে বলেন, আমরা সময় বাড়ানোর ব্যাপারে আলোচনা করছি না। একটি চুক্তি নিয়েই আলোচনা করছি। বিষয়টি একদম সাদামাটা। বিশেষজ্ঞরা মনে করছেন, সোমবার মধ্যরাত পর্যন্ত সময়ের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়ার জন্য উভয়পক্ষের হাতে এখনও পর্যাপ্ত সময় রয়েছে। এএফপি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি একটি চুক্তি সম্পাদনের অভিপ্রায় ব্যক্ত করার পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড চুক্তি সম্পাদনে বিলম্বের সম্ভাবনার কথা তুলেছেন। ভিয়েনা যাওয়ার আগে বৃহস্পতিবার কেরি প্যারিসে বলেন, আমরা সময় বাড়ানোর ব্যাপারে আলোচনা করছি না। একটি চুক্তি নিয়েই আলোচনা করছি। বিষয়টি একদম সাদামাটা। বিশেষজ্ঞরা মনে করছেন, সোমবার মধ্যরাত পর্যন্ত সময়ের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়ার জন্য উভয়পক্ষের হাতে এখনও পর্যাপ্ত সময় রয়েছে। এএফপি।
No comments