স্বামীর দেয়া আগুনে ছাই হলো নবীগঞ্জের রেফা
হবিগঞ্জের নবীগঞ্জে পাষণ্ড স্বামীর আগুনে পুড়ে ছাই হয়েছে স্ত্রীর শরীর। এর আগে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এরপর আলামত গায়েব করতেই গায়ে কেরোসিন ঢেলে লাশ পুড়িয়ে দেয়া হয়। গতকাল উপজেলার পানিউমদা ইউনিয়নে এ বর্বর ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্বামী রায়হান মিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি হত্যা মামলা হয়েছে গতকাল সন্ধ্যায় নবীগঞ্জ থানায়। সূত্র জানায়, উপজেলার সীমান্তবর্তী পানিউমদা ইউনিয়নের রইছগঞ্জ বাজারস্থ খাগাউড়া গ্রামের প্রভাবশালীর বিলাসবহুল বাড়িতে ওই ঘটনা ঘটে। খুন হন ১ সন্তানের জননী রেফা বেগম (২০)। শুক্রবার দিবাগত গভীর রাতে স্বামী ও লোকজন শ্বাসরোধ করে হত্যার পর তার গায়ে কেরোসিন ঢেলে দেয়। রেফার পরিবারের দাবি, স্বর্ণালংকার নিয়ে পারিবারিক বিরোধের জের হিসেবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ও এএসপি উত্তর সার্কেল নাজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্বামী রায়হান (২৫), তার বিমাতা আছিয়া বেগম (৫৫), সহোদর আছাদ মিয়া (৩০) ও হেলেনা বেগম (২৬)-কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সূত্র জানায়, ওই গ্রামের কুখ্যাত জুয়াড়ি লোকমান মিয়ার পুত্র রায়হান মিয়া তারই চাচা মৃত গেদন মিয়ার কন্যা রেফা বেগমকে বিয়ের পর থেকেই বিভিন্ন সময় নির্যাতন করতো। পারিবারিক কলহের জের ধরে মাঝে মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়া হতো। লাশের মাথার পিছনে অস্ত্রের আঘাতে রক্তক্ষরণ ও থেঁতলে যাওয়ার চিহ্ণ রয়েছে। এমনকি তার মুখও বাঁধা অবস্থায় ছিল। বাথরুমের বেসিনে হত্যাকাণ্ডে ব্যবহৃত কেরোসিনের বোতল ও নানা আলামত পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রকৃত রহস্য উদঘাটনের আশাবাদ ব্যক্ত করেন। ওসি মো. লিয়াকত আলী বলেন, শুক্রবার গভীর রাতে রেফা বেগমকে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। পরে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে দেয়।
No comments