জেদ্দায় শুরু হয়েছে পিইসি পরীক্ষা
বাংলাদেশের সঙ্গে মিল রেখে আজ ২৩ নভেম্বর থেকে জেদ্দায় শুরু হয়েছে পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী) পরীক্ষা। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৪৭ জন শিক্ষার্থী। এই স্কুলে বাংলা ও ইংরেজি দুই মাধ্যমেই শিক্ষার্থী রয়েছে। ৩৪৭ জন শিক্ষার্থীর মধ্যে বাংলা মাধ্যম থেকে অংশগ্রহণ করছে ২৬৩ জন। এদের মধ্যে ১২৪ জন ছাত্র ও ১৩৯ জন ছাত্রী। ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিচ্ছে ৮৪ জন। এদের মধ্যে ৪০ জন ছাত্র ৪৪ জন ছাত্রী। অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম ফারুক ও গভর্নিং বোর্ডের চেয়ারম্যান চিকিৎসক মোহাম্মদ আবদুল মান্নান মিয়া জানান, শিক্ষার্থীরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছে। গত বছরের মতো এবারও শিক্ষার্থীরা শতভাগ পাসের সুনাম অক্ষুণ্ন রাখবে।
অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম ফারুক একই সঙ্গে কেন্দ্র সচিবের দায়িত্বও পালন করছেন। হল সুপারের দায়িত্ব পালন করছেন হামিদুর রহমান। তিনি বলেন, মাধ্যমিক শিক্ষা বোর্ডের সব নিয়ম মেনে একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। পরীক্ষার সব অনুকূল পরিবেশ এ কেন্দ্রে বিরাজমান। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের শিক্ষা ও শ্রম কনসাল মো. রেজা-ই-রাব্বি।
বাহার উদ্দিন বকুল
জেদ্দা, সৌদি আরব
অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম ফারুক একই সঙ্গে কেন্দ্র সচিবের দায়িত্বও পালন করছেন। হল সুপারের দায়িত্ব পালন করছেন হামিদুর রহমান। তিনি বলেন, মাধ্যমিক শিক্ষা বোর্ডের সব নিয়ম মেনে একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। পরীক্ষার সব অনুকূল পরিবেশ এ কেন্দ্রে বিরাজমান। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের শিক্ষা ও শ্রম কনসাল মো. রেজা-ই-রাব্বি।
বাহার উদ্দিন বকুল
জেদ্দা, সৌদি আরব
No comments