এমপি গ্রেপ্তারে ক্ষুব্ধ মমতা
তৃণমূল কংগ্রেসের দু’এমপিকে গ্রেপ্তারে এবার কেন্দ্রীয় সরকারের প্রতি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন। বলেছেন, পশ্চিমবঙ্গে দাঙ্গা সৃষ্টি করতে বর্ধমান বিস্ফোরণ ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে তিনি বলছেন, আমাদের আঘাত করলে প্রত্যাঘাত করা হবে। এ জন্য তিনি মোদি সরকারকে প্রস্তুত থাকতে বলেন। সারদা চিট ফান্ড সংস্থার আমানত কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেস এমপি, কলকাতার একটি দৈনিক পত্রিকা ও তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদক সৃঞ্জয় বসুকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমন ক্ষোভ ঝাড়লেন। রীতিমতো চ্যালেঞ্জের সুরে তিনি বলেছেন, আমাদের চোখ রাঙিয়ে কোন লাভ হবে না। আমরা কারও নির্ভরশীল নই। শনিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের কর্মীসভায় একযোগে বিজেপি, কংগ্রেস এবং সিবিআইকে আক্রমণ করেন মমতা। বিজেপিকে ‘দাঙ্গাবাজের দল’ বলে কটাক্ষ করে তিনি দাবি করেন, রাজ্যসভায় বিল পাস করাতে চাইছে বিজেপি। তাই বেছে বেছে তৃণমূলের সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। ষড়যন্ত্র করে আঘাত হানছে বিজেপি। মমতা অভিযোগ করেছেন, দিল্লিতে জওয়াহরলাল নেহরুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম বলেই এই গ্রেপ্তারি। পাশাপাশি সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধেও এ দিন সরব হন মমতা। সারদা কেলেঙ্কারিতে মমতা ও তার দলের নেতাদের যোগ থাকা নিয়ে বিজেপি যে অভিযোগ তুলেছে তার প্রত্যুত্তরে মমতা বলেছেন, আমার কারও সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আমার যোগ্যতা বাংলার মানুষ জানে। সারদা কাণ্ডে ইতিমধ্যেই দুই তৃণমূল কংগ্রেস এমপিকে গ্রেপ্তার করেছে সিবিআই। গ্রেপ্তার হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক পুলিশ ডিজি। জেরার মুখে পড়তে চলেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ও মমতা-ঘনিষ্ঠ মদন মিত্র। একের পর এক তৃণমূল কংগ্রেসের সদস্যদের সারদা কাণ্ডে যোগ থাকার অভিযোগে সিবিআই যেভাবে উঠেপড়ে লেগেছে তাতে শঙ্কিত মমতা হুঙ্কার দিয়ে বলেছেন, বিজেপি যদি মনে করে পশ্চিমবঙ্গে দাঙ্গা বাধাবে তবে তৃণমূল কংগ্রেস তা কোনভাবেই হতে দেবে না। মোদির নাম না করে তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার বিভাজনের নীতি নিয়ে চলেছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাড়ছে। চ্যালেঞ্জ নিতে তৈরি জানিয়ে মমতা বলেছেন, আমরা লড়াই করে যাবো। তবে কুনালের পাশে না দাঁড়ালেও সৃঞ্জয়ের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, সারদা কাদের প্রতারণা করেছে সেই তদন্ত না করে সিবিআই এখন সারদাকে কারা প্রতারণা করেছে সেই তদন্তে ব্যস্ত। এদিকে মুখ্যমন্ত্রীর এ দিনের প্রতিক্রিয়াকে ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’ বলে কটাক্ষ করেছেন সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়। তিনি বলেন, খাঁচায় পোরা হলে সবাই নখ-দাঁত বের করে। বিজেপি দাঙ্গাবাজ দল সেটা এতদিনে জানতে পারলেন মমতা? কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, নিরপেক্ষ ভাবে কাজ করছে সিবিআই। যারা লুট করেছে, স্বাভাবিক ভাবেই তারা ভয় পাচ্ছে।
No comments