সন্ত্রাসবাদ ও ধর্মকে আলাদা করে দেখতে হবে : মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সন্ত্রাসবাদ ও ধর্মকে একসঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইয়ে সত্যিকার অংশীদারিত্ব নিশ্চিত করতে বিশ্বকে অবশ্যই এই দুটোকে আলাদা করে দেখতে হবে। বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নাইপিদোতে আসিয়ান শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভির। মোদি বলেন, আসিয়ান সদস্যদের সন্ত্রাসবাদ ও আইএসের বিরুদ্ধে কাজ করার প্রতিশ্র“তিকে আমি সমর্থন করি। কিন্তু একইসঙ্গে বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক সত্যিকার অংশীদারিত্বের জন্য ধর্মকে আলাদা করতে হবে। যারা মানবতায় বিশ্বাস করেন, তাদের একত্রে কাজ করতে হবে। তিনি বলেন, সাইবার জগত ও আকাশসীমা উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। একে সংঘাতের নতুন হুমকি মনে করার কোনো কারণ নেই।
No comments