ভারতে ৭ সেনার যাবজ্জীবন দণ্ড
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভুয়া বন্দুকযুদ্ধ সাজিয়ে তিন যুবককে হত্যার অভিযোগে ৭ ভারতীয় সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযুক্ত সেনাদের মধ্যে দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের সব ধরনের কর্মকাণ্ড থেকে সরিয়ে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর পাওয়া সব সুবিধাও। অভিযুক্তরা হলেন- কর্নেল ডিকে পাঠানিয়া, ক্যাপ্টেন উপেন্দ্র সিং, সুবেদার সাদবীর সিং, হাবিলদার বীর সিং, ও সিপাহী চন্দ্রবান, নাজেন্দ্র সিং ও নীরেন্দ্রনাথ সিং।
তারা সবাই আর্মি-৪ রাজপতি রেজিমেন্টের সদস্য। চাকরির প্রলোভন দেখিয়ে ওই যুবকদের কাছ থেকে টাকা নেয়া হয়। ২০১০ সালে চাকরি দেয়ার কথা বলে ওই যুবকদের কাশ্মীরের ম্যাকহিলে আনা হয়। সেখানে ভুয়া বন্দুকযুদ্ধ সাজিয়ে তাদের হত্যা করা হয়।
তারা সবাই আর্মি-৪ রাজপতি রেজিমেন্টের সদস্য। চাকরির প্রলোভন দেখিয়ে ওই যুবকদের কাছ থেকে টাকা নেয়া হয়। ২০১০ সালে চাকরি দেয়ার কথা বলে ওই যুবকদের কাশ্মীরের ম্যাকহিলে আনা হয়। সেখানে ভুয়া বন্দুকযুদ্ধ সাজিয়ে তাদের হত্যা করা হয়।
No comments