আত্মহত্যায় গ্লানিমুক্তি
যৌন হয়রানির অপমান সইতে না পেরে বুধবার বিষপানে আত্মহত্যা করে ‘গ্লানিমুক্তি’র পথ বেছে নিল হবিগঞ্জের মাধবপুরের এক স্কুলছাত্রী। এর আগে সংশ্লিষ্ট বখাটের বিরুদ্ধে সমাজে বিচার দিয়েও রক্ষা পায়নি সে। হতভাগ্য ওই কিশোরীর নাম লক্ষ্মী রানী সরকার মনি। সে আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী ছিল। সে আদাঐর ইউনিয়নের খিলগাঁও গ্রামের ইটভাটা শ্রমিক হীরা লাল সরকারের মেয়ে।বৃহস্পতিবার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে নেয় পুলিশ। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।মনির মা শুভা রানী সরকার জানান, গ্রামের সুখ লাল সরকারের ছেলে পল্লী চিকিৎসক ২ সন্তানের জনক লম্পট শ্রীবাস সরকার কয়েক মাস ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মনিকে উত্ত্যক্ত করত। বাড়িতে এসে প্রেম নিবেদন করে চিঠি দিয়েও উত্ত্যক্ত করে। বিষয়টি তিনি গ্রামের মাতব্বরদের জানিয়েছিলেন। কিন্তু শ্রীবাস প্রভাবশালী হওয়ায় কেউ এ ব্যাপারে কর্ণপাত করেননি।শুভা রানী আরও জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মনি ঘরে লেখাপড়া করছিল। ওই লম্পট ঘরে ঢুকে মনিকে ধর্ষণের চেষ্টা করে। মনি চিৎকার দিলে তিনি দৌড়ে যান। এ সময় শ্রীবাস দ্রুতবেগে পালিয়ে যায়। লম্পটের টানাহেঁচড়ায় মনি কিছুটা আহতও হয়।বিষয়টি জানাজানি হলে কী হবে- এ ভয়ে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে মনি। বুধবার খেয়েই উপজেলা সদরে পরীক্ষা কেন্দ্রে যায়। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলেও কারও সঙ্গেই কোনো কথা বলেনি। রাতে কোনো একসময় বিষপান করে আত্মহত্যা করে সে।স্থানীয়রা জানান, শ্রীবাস চিহ্নিত নারী লিপ্সু ও লম্পট প্রকৃতির। ৭ বছর আগে তার পরকীয়ার কারণে স্ত্রী বাসন্তী সরকার আত্মহত্যা করেন। দুই বছর আগে দুর্গাপুর এলাকায় আপন মামাতো বোনকে অপহরণ করে বিয়ে করায় ৬ মাস হাজতবাসে ছিল শ্রীবাস। মনি আত্মহত্যার পর থেকে শ্রীবাস আত্মগোপনে রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
No comments