চীনা ফার্স্টলেডিকে হাত করতে চান পুতিন!
কনকনে শীত। চীনা ফার্স্টলেডি পেং লিউয়ানের ঠাণ্ড ঠাণ্ডা ভাব দেখে তার গায়ে শাল চাদর পরিয়ে দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। তার এই ‘সাহসী’ পদক্ষেপের ভিডিও সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ভিডিও প্রকাশে আবার নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এই ঘটনাকে কেউ তেউ স্বাভাবিক সৌজন্যতা বা ভদ্রতার বহিঃপ্রকাশ বললেও অনেকেই প্রশ্ন তুলছেন পুতিনের ‘আসল উদ্দেশ্য’ নিয়ে। কাজের মানুষ পুতিন তার আগ্রাসী মনোভাবের জন্য চীনের প্রমীলা মহলে যথেষ্ট জনপ্রিয়। তবে কি তার এই উদ্যোগ চীনের ফার্স্টলেডিকে কিছুটা হাত করার জন্য?
ছড়াতে শুরু করে এমনই রসালো সম্ভাবনার আলোচনা। চীন সরকার অবশ্য তড়িঘড়ি ইন্টারনেট থেকে ওই ফুটেজ মুছে দেয়ার নির্দেশ দেয়। এ প্রসঙ্গে চীনা ইতিহাসবিদ জাং লিফান বলেন, ‘অপরিচিত পুরুষ ও মহিলার মধ্যে সামাজিক আদান-প্রদানের ব্যাপারে চীন এখনও অনেকটাই রক্ষণশীল। পুতিনের এই ব্যবহার এখানে হাসির খোরাক হবে। স্বভাবতই চীনের শীর্ষনেতার কাছে সেটা সুখকর হবে না।’ চীনের বর্তমান ফার্স্টলেডি পেং লিউয়ান, এক সময় লোকসঙ্গীতশিল্পী হিসেবে দেশে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। জাই জিনপিংয়ের বিদেশ সফরসঙ্গী হিসেবে তাকে বহুবার দেখা গেছে।
No comments