‘র’-এর বিরুদ্ধে দুর্নীতির মামলা
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ
অ্যান্ড অ্যানালিসিস উইয়িং) কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে
দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের বেশি
উচ্চতায় বসবাসের জন্য বিশেষ তাঁবু সরবরাহে দুর্নীতির অভিযোগে ‘র’ এবং একটি
ব্যক্তিগত মালিকানাধীন সংস্থার এই মামলা দায়ের করেছে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, সাই বাবা বিল্ডারসের তিন ডিরেক্টর শ্যামসুন্দর ভট্টর, জেপিএন সিং ও মঞ্জরীর(এসপি সিংয়ের স্ত্রী) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, ‘স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স’ বা এসএফএফ-কে বেশি উচ্চতায় ঘাঁটি তৈরির বিশেষ তাঁবু সরবরাহে দুর্নীতির অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। ২২ কোটি রুপির দুর্নীতির অভিযোগ উঠেছে র-এর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর দফতর থেকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ আসায় এই মামলায় তৎপর হলো সিবিআই।
সিবিআই সূত্রে খবর, সাই বাবা বিল্ডারসের তিন ডিরেক্টর শ্যামসুন্দর ভট্টর, জেপিএন সিং ও মঞ্জরীর(এসপি সিংয়ের স্ত্রী) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, ‘স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স’ বা এসএফএফ-কে বেশি উচ্চতায় ঘাঁটি তৈরির বিশেষ তাঁবু সরবরাহে দুর্নীতির অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। ২২ কোটি রুপির দুর্নীতির অভিযোগ উঠেছে র-এর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর দফতর থেকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ আসায় এই মামলায় তৎপর হলো সিবিআই।
সিবিআইয়ের এক সূত্রের বক্তব্য, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের কর্মকর্তা ও দিল্লির এক প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই। ভারতীয় দণ্ডবিধির দুর্নীতি ও ঠকানোর ধারায় এই মামলা দায়ের করা হয়েছে।
সূত্র : জি নিউজ।
No comments