অবরোধের সমর্থনে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ
১৮ দলীয় জোটের ডাকা অবরোধের সমর্থনে
রোববার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপিসহ ১৮ দল।
ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
বগুড়া :নির্বাচন বাতিলের দাবিতে বগুড়ায় ১৮ দলীয় জোট রোববার শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে এক সমাবেশ বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি নেতা জয়নাল আবেদীন চান, রেজাউল করিম বাদশা, মাহবুর রহমান বকুল,পরিমল কুমার দাস প্রমুখ।
খুলনা : নগরীতে বিক্ষোভ মিছিল ও বিএনপি কার্যালয় চত্বরে সমাবেশ করে ১৮ দলীয় জোট। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম। বক্তব্য রাখেন বিএনপি নেতা ডা. গাজী আবদুল হক, শেখ খায়রুজ্জামান খোকা, সিরাজুল ইসলাম, মুসলিম লীগের মুন্সি সোলাইমান হোসেন, জামায়াত নেতা খান গোলাম রসুল, মিয়া গোলাম কুদ্দুস, বিজেপির সিরাজ উদ্দিন সেন্টু, খেলাফত মজলিসের মাওলানা নাসির উদ্দিন, বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামান মন্টু প্রমুখ।
মৌলভীবাজার :শহরের পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আবদুল মুকিত, মৌলভী আবদুল ওয়ালী সিদ্দিকী, মাওলানা হাবিব উল্যা, মো. ইউছুফ আলী, ঈযামীর আলী, আতিকুল ওয়াহেদ, ফখরুল ইসলাম, মো.হেলু মিয়া প্রমুখ।
ঝিনাইদহ :শহরের আরাপপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সকালে আরাপপুর এলাকায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য মসিউর রহমান, আবদুল মজিদ বিশ্বাস, আশরাফুল ইসলাম পিন্টু, লোকমান হোসেন, মীর ফজলে ইলাহী শিমুল প্রমুখ।
জামালপুর :জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে তা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন,শহিদুল হক খান দুলাল, ফিরোজ মিয়া, গোলাম রব্বানী, এমদাদুল হক হীরা, সজীব খান, কাজী মশিউর রহমান, শফিউর রহমান শফি, মাইন উদ্দিন বাবুল, মিজানুর রহমান মিজান প্রমুখ।
বগুড়া :নির্বাচন বাতিলের দাবিতে বগুড়ায় ১৮ দলীয় জোট রোববার শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে এক সমাবেশ বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি নেতা জয়নাল আবেদীন চান, রেজাউল করিম বাদশা, মাহবুর রহমান বকুল,পরিমল কুমার দাস প্রমুখ।
খুলনা : নগরীতে বিক্ষোভ মিছিল ও বিএনপি কার্যালয় চত্বরে সমাবেশ করে ১৮ দলীয় জোট। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম। বক্তব্য রাখেন বিএনপি নেতা ডা. গাজী আবদুল হক, শেখ খায়রুজ্জামান খোকা, সিরাজুল ইসলাম, মুসলিম লীগের মুন্সি সোলাইমান হোসেন, জামায়াত নেতা খান গোলাম রসুল, মিয়া গোলাম কুদ্দুস, বিজেপির সিরাজ উদ্দিন সেন্টু, খেলাফত মজলিসের মাওলানা নাসির উদ্দিন, বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামান মন্টু প্রমুখ।
মৌলভীবাজার :শহরের পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আবদুল মুকিত, মৌলভী আবদুল ওয়ালী সিদ্দিকী, মাওলানা হাবিব উল্যা, মো. ইউছুফ আলী, ঈযামীর আলী, আতিকুল ওয়াহেদ, ফখরুল ইসলাম, মো.হেলু মিয়া প্রমুখ।
ঝিনাইদহ :শহরের আরাপপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সকালে আরাপপুর এলাকায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য মসিউর রহমান, আবদুল মজিদ বিশ্বাস, আশরাফুল ইসলাম পিন্টু, লোকমান হোসেন, মীর ফজলে ইলাহী শিমুল প্রমুখ।
জামালপুর :জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে তা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন,শহিদুল হক খান দুলাল, ফিরোজ মিয়া, গোলাম রব্বানী, এমদাদুল হক হীরা, সজীব খান, কাজী মশিউর রহমান, শফিউর রহমান শফি, মাইন উদ্দিন বাবুল, মিজানুর রহমান মিজান প্রমুখ।
No comments