বিষাক্ত মদে মৃত্যু আলেক্সান্ডারের!
মাত্র ৩২ বছর বয়সে মারা গিয়েছিলেন
গ্রিক মহাবীর আলেক্সান্ডার দ্য গ্রেট। মেসিডোনিয়ার এ মহানায়কের মৃত্যু ছিল
আকস্মিক ও রহস্যাবৃত। দুই হাজার বছরের পুরনো এ রহস্য উদ্ঘাটনের চেষ্টা
করছেন বিজ্ঞানীরা। বিষাক্ত ওয়াইন পানই আলেক্সান্ডারের মৃত্যুর কারণ বলে মনে
করা হচ্ছে। নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল পয়জনস
সেন্টারের গবেষক ড. লিও চেপ মনে করেন, নিরীহ দর্শন একটি গাছ থেকে নির্যাস
নিয়ে তৈরি মদপান করেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশাল সাম্রাজ্য গড়ে তোলা এ
বীর। ৩২৩ খ্রিস্টপূর্বে মারা যান আলেক্সান্ডার। হঠাৎ অসুস্থ হয়ে ১২ দিন পরে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বীর। ক্লিনিক্যাল টক্সিকোলজি নামে একটি
সাময়িকীতে এ গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন,
স্বাভাবিক নিয়মেই আলেক্সান্ডারের মৃত্যু হয়েছিল। তবে অনেকেই মনে করেন,
তাকে গোপনে হত্যাই করা হয়েছিল। ড. চেপ ও তার সহ-গবেষক ড. প্যাট হুইটলি মনে
করেন, আলেক্সান্ডারের মৃত্যুর পেছনে দায়ী বস্তুটি হচ্ছে ভেরাট্রাম অ্যালবাম
বা হোয়াইট হেলেবোর নামে একটি বিষাক্ত ওষুধি গাছ। খবর :জিনিউজ অনলাইন।
No comments