চলচ্চিত্রের জন্য রাখীর অপেক্ষা by কামরুজ্জামান মিলু
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেই মিডিয়ায় আগমন ঘটে রাখীর। এরমধ্যেই নাটক, বিজ্ঞাপন ও উপস্থাপনা এই তিন মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আসন্ন ঈদের বেশ কিছু টিভি নাটকে গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে দেখা যাবে তাকে। এজন্য বর্তমানে শ্যুটিং নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন রাখী।
বাংলানিউজের পক্ষ থেকে এবারের ঈদের ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এবার ঈদে বেশ কিছু নাটকে দেখা যাবে আমাকে। এর মধ্যে রয়েছে- বর্তমানে মাহফুজ আহমেদের ‘ঘর জামাই’, ফেরদৌস হাসান রানার ‘ম. লুডু, মিস দাবা’, আরিফ থানের ‘আই লাভ ইউ নট’, শাহ আলম মুস্তাগীরের ‘অন্যমন’। প্রত্যেকটি নাটকের গল্প ও চরিত্র আলাদা। আশা করি, আমার অভিনীত নাটকগুলো সবার পছন্দ হবে।”
অল্প সময়ের মধ্যে হাতেগোনা কিছু কাজ দিয়েই সবার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন তিনি। সম্প্রতি ইমদাদুল হক মিলনের রচনায় ‘অন্যমন’ নামে এক খণ্ডের নাটকে কাজ করছেন। নাটকটি নির্দেশনা দিচ্ছেন শাহ আলম মুস্তাগীর। ঢাকার উত্তরাসহ বিভিন্ন স্থানে নাটকটির শ্যুটিং করেছেন। নাটকটিতে তিনি অভিনয় করছেন বর্ণা চরিত্রে।
বর্তমানে বিভিন্ন চ্যানেলে রাখী অভিনীত বেশ কিছু ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। এর মধ্যে- এজাজ মুন্নার পরিচালনায় `আছিন`, `জেনারেশন নেক্সট ডট` এবং ফারুক হোসেনের পরিচালনায় `বোয়িং ৭৫৭` ধারাবাহিকগুলো নিয়মিত প্রচার হচ্ছে।
rakhiরাখী বলেন, “এই কাজগুলো নিয়ে আমি এখন এতো ব্যস্ত যে, নতুন কোনো ধারাবাহিক নাটকের শ্যুটিং করতে পারছি না। কাজগুলো শেষ করে আবার নাটকে মনোযোগী হব।”
অভিনয়ের পাশাপাশি ‘গ্ল্যামার ডট কম’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনাও করছেন রাখী।
জানালেন, কয়েক দিন আগে শ্যুটিংয়ের কাজে ব্যাংকক গিয়েছিলেন। ফিরে এসে কোনো রকম বিশ্রাম না নিয়েই ঈদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
নাটকের পাশাপাশি কণ্ঠশিল্পী কনার তৃতীয় অ্যালবাম ‘সিম্পলি কনা’র অলোচিত গান ‘ইউর লাভ’র মিউজিক ভিডিওর মডেল হয়েছেন রাখী। শাহান কবন্ধের লেখা গানটির সুর করেছেন শ্রীলঙ্কার সঙ্গীত পরিচালক ইরাজ। শ্রীলঙ্কার কয়েকটি মনোরম লোকেশনে চিত্রায়িত এ মিউজিক ভিডিওর নিদের্শনা দিয়েছেন সেদেশের নির্মাতা দিলন ডি সিলভা। খুব শিগগিরই গানটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।
‘সিলন টি’ বিজ্ঞাপন চিত্রটি তো বেশ জনপ্রিয় হয়েছে, এরকম আর কোনো বিজ্ঞাপনে আপনাকে আবার দেখা যাবে কি না- এর জবাবে রাখী বললেন, “এর মধ্যে আদনান আল রাজিবের পরিচালনায় স্বয়ার কোম্পানির ‘চ্যাপস্টিক’ এর নতুন বিজ্ঞাপন করলাম। খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলে এটির প্রচার শুরু হবে।”
নাটকের পাশাপাশি ভালো গল্পের সিনেমায়ও কাজ করতে আগ্রহী রাখী। তিনি এ বিষয়ে বাংলানিউজকে বলেন, “প্রত্যেকটি শিল্পীর স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার।” তাই তিনিও ভালো গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে সিনেমায় কাজ করতে চান। তারও ইচ্ছে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজ করার।
অল্প সময়ের মধ্যে হাতেগোনা কিছু কাজ দিয়েই সবার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন তিনি। সম্প্রতি ইমদাদুল হক মিলনের রচনায় ‘অন্যমন’ নামে এক খণ্ডের নাটকে কাজ করছেন। নাটকটি নির্দেশনা দিচ্ছেন শাহ আলম মুস্তাগীর। ঢাকার উত্তরাসহ বিভিন্ন স্থানে নাটকটির শ্যুটিং করেছেন। নাটকটিতে তিনি অভিনয় করছেন বর্ণা চরিত্রে।
rakhiরাখী বলেন, “এই কাজগুলো নিয়ে আমি এখন এতো ব্যস্ত যে, নতুন কোনো ধারাবাহিক নাটকের শ্যুটিং করতে পারছি না। কাজগুলো শেষ করে আবার নাটকে মনোযোগী হব।”
অভিনয়ের পাশাপাশি ‘গ্ল্যামার ডট কম’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনাও করছেন রাখী।
জানালেন, কয়েক দিন আগে শ্যুটিংয়ের কাজে ব্যাংকক গিয়েছিলেন। ফিরে এসে কোনো রকম বিশ্রাম না নিয়েই ঈদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
নাটকের পাশাপাশি কণ্ঠশিল্পী কনার তৃতীয় অ্যালবাম ‘সিম্পলি কনা’র অলোচিত গান ‘ইউর লাভ’র মিউজিক ভিডিওর মডেল হয়েছেন রাখী। শাহান কবন্ধের লেখা গানটির সুর করেছেন শ্রীলঙ্কার সঙ্গীত পরিচালক ইরাজ। শ্রীলঙ্কার কয়েকটি মনোরম লোকেশনে চিত্রায়িত এ মিউজিক ভিডিওর নিদের্শনা দিয়েছেন সেদেশের নির্মাতা দিলন ডি সিলভা। খুব শিগগিরই গানটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।
‘সিলন টি’ বিজ্ঞাপন চিত্রটি তো বেশ জনপ্রিয় হয়েছে, এরকম আর কোনো বিজ্ঞাপনে আপনাকে আবার দেখা যাবে কি না- এর জবাবে রাখী বললেন, “এর মধ্যে আদনান আল রাজিবের পরিচালনায় স্বয়ার কোম্পানির ‘চ্যাপস্টিক’ এর নতুন বিজ্ঞাপন করলাম। খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলে এটির প্রচার শুরু হবে।”
নাটকের পাশাপাশি ভালো গল্পের সিনেমায়ও কাজ করতে আগ্রহী রাখী। তিনি এ বিষয়ে বাংলানিউজকে বলেন, “প্রত্যেকটি শিল্পীর স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার।” তাই তিনিও ভালো গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে সিনেমায় কাজ করতে চান। তারও ইচ্ছে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজ করার।
No comments