আবার জয়ী চাভেজ

ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট হুগো চাভেজ পুনর্নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন তিনি। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল রোববার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
গতকাল ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নেওয়া হয়।


গত এক দশকের মধ্যে এই নির্বাচনকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করা হচ্ছিল।
গতকাল স্থানীয় সময় সকাল ছয়টায় (বাংলাদেশ সময় গতকাল রোববার বিকেল সাড়ে চারটা) ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে টানা ১২ ঘণ্টা। এ নির্বাচনে বৈধ ভোটার ছিলেন এক কোটি ৯০ লাখ। নির্বাচনে মোট ভোট পড়েছে ৮০ শতাংশ। এর মধ্যে এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। গণনা করা ভোটের মধ্যে ৫৮ বছর বয়সী সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো চাভেজ পেয়েছেন ৫৪ দশমিক ৪২ শতাংশ। তাঁর প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপরিলেস (৪০) পেয়েছেন ৪৪ দশমিক ৯৭ শতাংশ ভোট।
নির্বাচন শান্তিপূর্ণ করতে দেশব্যাপী এক লাখ ৪০ হাজার সেনা নামানো হয়। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থায়। বিশেষজ্ঞরা বলেছেন, এ ব্যবস্থায় ভোট কারচুপির কোনো সুযোগ নেই। ভোটের আগে সর্বশেষ জনমত জরিপের ফলাফলে চাভেজ তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১০ শতাংশ বেশি সমর্থনে এগিয়ে ছিলেন।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন বিরোধী নেতা ক্যাপরিলেস। তিনি প্রেসিডেন্ট চাভেজকে শুভেচ্ছাও জানিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে চাভেজের এ বিজয়ে তাঁর সমর্থকেরা উল্লাসে মেতে উঠেছেন। অপরদিকে বিরোধীশিবিরে নেমে এসেছে হতাশা।
১৯৯৯ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে আছেন চাভেজ। তাঁর পুনর্নির্বাচিত হওয়া নিয়ে অনেকের মধ্যেই সংশয় ছিল। তবে নির্বাচনে আবারও জয়ী হওয়ার ব্যাপারে চাভেজ ছিলেন বরাবরই আত্মবিশ্বাসী। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের ফলে আগামী ছয় বছরের জন্য আবারও দেশের শাসনভার নিজ কাঁধে তুলে নেবেন তিনি। চাভেজ বলেছেন, ভেনেজুয়েলায় তাঁর চালু করা সমাজতান্ত্রিক বিপ্লব অব্যাহত রাখতে চান তিনি।
বর্ণাঢ্য জীবনের অধিকারী এই নেতা আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন আলোচিত, বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। পশ্চিমাদের ঘোর বিরোধী বলে সুপরিচিত চাভেজ অর্থনীতির গুরুত্বপূর্ণ সব খাত সরকারি মালিকানায় নিয়ে আসেন।
ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। চাভেজের শাসনাধীনে গত দশকে আন্তর্জাতিক বাজারে দেশটির তেলের মূল্য অনেক বেড়ে যায়। একে পুঁজি করে তিনি দেশে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক আবাসন খাতে বিশেষ সাফল্য দেখাতে সক্ষম হন।
গত বছর ক্যানসারের চিকিৎসা নেন চাভেজ। এর পরিপ্রেক্ষিতে ৭ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে বর্তমানে চাভেজ পুরোপুরি সুস্থ রয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

No comments

Powered by Blogger.