পাকিস্তানে বোমা হামলায় নিহত ২৩
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী গ্রামে একজন প্রবীণ উপজাতীয় নেতার দাফনের সময় বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশ জানায়, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত গ্রাম লোয়ার দিরে এই হামলার ঘটনা ঘটে। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। এ ঘটনার মাত্র কয়েক দিন আগেই উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি স্কুলবাস লক্ষ্য করে বন্দুকধারীদের ছোড়া গুলিতে পাঁচ বালকসহ ছয়জন নিহত হয়।
আফগান সীমান্তবর্তী সামারবাগ জেলায় অবস্থিত লোয়ার দির গ্রাম। এ জেলার উপজাতীয় বাসিন্দারা জঙ্গি হামলা থেকে আত্মরক্ষায় মিলিশিয়া বাহিনী গড়ে তুলেছে।
পুলিশ জানায়, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত গ্রাম লোয়ার দিরে এই হামলার ঘটনা ঘটে। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। এ ঘটনার মাত্র কয়েক দিন আগেই উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি স্কুলবাস লক্ষ্য করে বন্দুকধারীদের ছোড়া গুলিতে পাঁচ বালকসহ ছয়জন নিহত হয়।
আফগান সীমান্তবর্তী সামারবাগ জেলায় অবস্থিত লোয়ার দির গ্রাম। এ জেলার উপজাতীয় বাসিন্দারা জঙ্গি হামলা থেকে আত্মরক্ষায় মিলিশিয়া বাহিনী গড়ে তুলেছে।
No comments