সাবেক সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে স্ত্রস-কান ওয়াশিংটনে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কান তাঁর সাবেক সহকর্মীদের সঙ্গে দেখা করার জন্য গত শুক্রবার ওয়াশিংটনে গেছেন।
নিউইয়র্কের এক নারী হোটেলকর্মী দমিনিক স্ত্রস-কানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর গত মে মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে আদালত ওই অভিযোগ খারিজ করে দেন।
স্ত্রস-কান তাঁর ওয়াশিংটনের এক অভিজাত এলাকায় অবস্থিত বাড়ির সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। হাত নেড়ে তাঁদের এড়িয়ে যান।
আইএমএফে স্ত্রস-কানের উত্তরাধিকারী ক্রিস্টিন লাগার্দ ফরাসি টেলিভিশনকে বলেন, স্ত্রস-কান তাঁর সাবেক সহকর্মীদের সঙ্গে দেখা করবেন। এটা হবে এক ধরনের ‘মিটমাট’। তবে তিনি নিজে স্ত্রস-কানের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, এ ব্যাপারে লাগার্দ কোনো ইঙ্গিত দেননি।
মে মাসে স্ত্রস-কানকে গ্রেপ্তারের পর তিনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের পদ ছেড়ে দেন। ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার আগ পর্যন্ত ফরাসি রাজনীতিক স্ত্রস-কানকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হতো।
গত সপ্তাহে অভিসংশকেরা স্ত্রস-কানের মামলা খারিজ করে দেওয়ার আহ্বান জানালে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।
নিউইয়র্কের এক নারী হোটেলকর্মী দমিনিক স্ত্রস-কানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর গত মে মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে আদালত ওই অভিযোগ খারিজ করে দেন।
স্ত্রস-কান তাঁর ওয়াশিংটনের এক অভিজাত এলাকায় অবস্থিত বাড়ির সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। হাত নেড়ে তাঁদের এড়িয়ে যান।
আইএমএফে স্ত্রস-কানের উত্তরাধিকারী ক্রিস্টিন লাগার্দ ফরাসি টেলিভিশনকে বলেন, স্ত্রস-কান তাঁর সাবেক সহকর্মীদের সঙ্গে দেখা করবেন। এটা হবে এক ধরনের ‘মিটমাট’। তবে তিনি নিজে স্ত্রস-কানের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, এ ব্যাপারে লাগার্দ কোনো ইঙ্গিত দেননি।
মে মাসে স্ত্রস-কানকে গ্রেপ্তারের পর তিনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের পদ ছেড়ে দেন। ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার আগ পর্যন্ত ফরাসি রাজনীতিক স্ত্রস-কানকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হতো।
গত সপ্তাহে অভিসংশকেরা স্ত্রস-কানের মামলা খারিজ করে দেওয়ার আহ্বান জানালে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।
No comments