দ্রাবিড়ের সাহায্য নিলেন ওয়াটসন
২৭ টেস্টে ১৫টি ফিফটি করলেও সেঞ্চুরি মাত্র দুটি। শেন ওয়াটসন ভাবলেন, এভাবে আর নয়। খেলতে হবে বড় ইনিংস। অস্ট্রেলিয়ান এই ওপেনার তাই শরণাপন্ন হয়েছেন রাহুল দ্রাবিড়ের।
সিডনি মর্নিং হেরাল্ডকে ওয়াটসন বলেছেন, ‘বড় রান করাই আমার লক্ষ্য। রিকি পন্টিংয়ের সঙ্গে সামান্য কথা হয়েছে। তবে রাজস্থানের হয়ে আইপিএলে খেলার সময় আমি রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলেছি। লম্বা সময় ব্যাটিং করার জন্য সে কী কী করে, সেসব নিয়ে আলাপ করেছি।’ ৩০ বছর বয়সী ওয়াটসনকে দ্রাবিড় পরামর্শও দিয়েছেন। বলেছেন, লম্বা সময় ধরে ব্যাটিং করতে বা বড় ইনিংস খেলতে মানসিক শক্তি আরও বাড়াতে হবে।
শুধু দ্রাবিড়ই নয়, ওয়াটসন এ নিয়ে কথা বলেছেন আরও অনেকের সঙ্গেই। ‘পথ্য’ সবাই একই দিয়েছেন—মনোযোগ বাড়াতে হবে ব্যাটিংয়ে।
গত বছরের অক্টোবরে মোহালি টেস্টে ভারতের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরিটি করেছেন ওয়াটসন। এরপর ১৩ ইনিংস খেলে ছয়টি ফিফটি করলেও সর্বোচ্চ ইনিংসটি ৯৫ রানের!
সিডনি মর্নিং হেরাল্ডকে ওয়াটসন বলেছেন, ‘বড় রান করাই আমার লক্ষ্য। রিকি পন্টিংয়ের সঙ্গে সামান্য কথা হয়েছে। তবে রাজস্থানের হয়ে আইপিএলে খেলার সময় আমি রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলেছি। লম্বা সময় ব্যাটিং করার জন্য সে কী কী করে, সেসব নিয়ে আলাপ করেছি।’ ৩০ বছর বয়সী ওয়াটসনকে দ্রাবিড় পরামর্শও দিয়েছেন। বলেছেন, লম্বা সময় ধরে ব্যাটিং করতে বা বড় ইনিংস খেলতে মানসিক শক্তি আরও বাড়াতে হবে।
শুধু দ্রাবিড়ই নয়, ওয়াটসন এ নিয়ে কথা বলেছেন আরও অনেকের সঙ্গেই। ‘পথ্য’ সবাই একই দিয়েছেন—মনোযোগ বাড়াতে হবে ব্যাটিংয়ে।
গত বছরের অক্টোবরে মোহালি টেস্টে ভারতের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরিটি করেছেন ওয়াটসন। এরপর ১৩ ইনিংস খেলে ছয়টি ফিফটি করলেও সর্বোচ্চ ইনিংসটি ৯৫ রানের!
No comments