ইংল্যান্ডের দামি বাড়িগুলো ভিক্টোরিয়া রোডে
বিখ্যাত কবি টিএস ইলিয়ট ও রবার্ট ব্রাউনিং একসময় এ এলাকায় থাকতেন। এলাকাটি হচ্ছে পশ্চিম লন্ডনের কেনসিংটনের ভিক্টোরিয়া রোড। ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে দামি বাড়িগুলো রয়েছে এই ভিক্টোরিয়া রোডে। সেখানে প্রতিটি বাড়ির গড় দাম অন্তত ৬৪ লাখ পাউন্ড। মাউসপ্রাইজ ডট কম ওয়েবসাইটের এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।
এক বছর আগেও ভিক্টোরিয়া রোড এ তালিকার দশম স্থানে ছিল। তবে গত বছর সেখানে একটি বাড়ি এক কোটি ১০ লাখ পাউন্ডে বিক্রি হয়। সড়কটি কেনসিংটন গার্ডেন্স থেকে রয়্যাল অ্যালবার্ট হল ও ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের দিকে চলে গেছে।
দুই বছর ধরে এ তালিকার শীর্ষস্থানে ছিল চেস্টার স্কয়ার। এবার ভিক্টোরিয়া রোড ওই স্থান দখল করল। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর লন্ডনের হ্যাম্পস্টিডের ইনগ্রাম এভিনিউ। তৃতীয় স্থানে রয়েছে লন্ডনের বেলগ্র্যাভিয়া স্কয়ার। ওই এলাকায় সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের বাসভবন রয়েছে।
ভূমি রেজিস্ট্রি বিক্রয় মূল্যের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এ জরিপ চালানো হয়।
এক বছর আগেও ভিক্টোরিয়া রোড এ তালিকার দশম স্থানে ছিল। তবে গত বছর সেখানে একটি বাড়ি এক কোটি ১০ লাখ পাউন্ডে বিক্রি হয়। সড়কটি কেনসিংটন গার্ডেন্স থেকে রয়্যাল অ্যালবার্ট হল ও ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের দিকে চলে গেছে।
দুই বছর ধরে এ তালিকার শীর্ষস্থানে ছিল চেস্টার স্কয়ার। এবার ভিক্টোরিয়া রোড ওই স্থান দখল করল। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর লন্ডনের হ্যাম্পস্টিডের ইনগ্রাম এভিনিউ। তৃতীয় স্থানে রয়েছে লন্ডনের বেলগ্র্যাভিয়া স্কয়ার। ওই এলাকায় সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের বাসভবন রয়েছে।
ভূমি রেজিস্ট্রি বিক্রয় মূল্যের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এ জরিপ চালানো হয়।
No comments