প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ আট বছর করার প্রস্তাব
মিসরে প্রেসিডেন্টের মেয়াদকাল দুই বারে মোট আট বছরে সীমিত করার প্রস্তাব করেছে সাংবিধানিক সংস্কারে নিয়োজিত একটি প্যানেল। প্রস্তাবটি পাসের জন্য একটি গণভোটের আয়োজন করা হবে। দেশটির সরকারি বার্তা সংস্থা মেনা এ তথ্য জানিয়েছে। এর আগে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক তিন দশক ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন।মেনা জানায়, সাংবিধানিক সংস্কার প্যানেলের প্রধান তারেক আল-বিশরি প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদকাল চার বছরে কমিয়ে আনারও চেষ্টা করছেন। মিসরের বর্তমান সংবিধান অনুসারে একজন প্রেসিডেন্ট ছয় বছর করে অসংখ্য মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। মিসরের সামরিক বাহিনীর সুপ্রিম কাউন্সিল গণতন্ত্র নিশ্চিত করতে এবং প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে সংবিধানের সব ধারা সংস্কারের জন্য আট সদস্যের সাংবিধানিক প্যানেলকে নির্দেশ দিয়েছে।১৬ ফেব্রুয়ারি সংবিধান সংশোধনের জন্য ওই প্যানেলকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। এ সময় প্রেসিডেন্টের অসংখ্য মেয়াদে দায়িত্ব পালনের ধারা সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
No comments