বলিভিয়ায় বন্যা ও ভূমিধসে জনজীবন বিপর্যস্ত
বলিভিয়ায় প্রবল বৃষ্টিপাতের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লা পাজ শহরে পাহাড় ধসে তিন শতাধিক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এর আগে গত সপ্তাহে সরকার দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করে।
কর্মকর্তারা জানান, পাহাড়ধসে চাপা পড়া কুপিনি টু এলাকা থেকে গত শনিবার রাতে আটকে পড়া মানুষদের উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমার প্রতিবেশীরা চারদিকে ছোটাছুটি করছিল। তারা আমাকে বের হয়ে আসতে বলে। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, আমার আশপাশে কোনো বাড়িঘর নেই।’
এ ছাড়া লা পাজে একটি সেতু ধসে পড়লে একটি বাস নদীতে পড়ে যায়। এ ঘটনায় পাঁচ ব্যক্তি পানিতে ডুবে মারা যায়।
কর্মকর্তারা জানান, পাহাড়ধসে চাপা পড়া কুপিনি টু এলাকা থেকে গত শনিবার রাতে আটকে পড়া মানুষদের উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমার প্রতিবেশীরা চারদিকে ছোটাছুটি করছিল। তারা আমাকে বের হয়ে আসতে বলে। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, আমার আশপাশে কোনো বাড়িঘর নেই।’
এ ছাড়া লা পাজে একটি সেতু ধসে পড়লে একটি বাস নদীতে পড়ে যায়। এ ঘটনায় পাঁচ ব্যক্তি পানিতে ডুবে মারা যায়।
No comments