পুরীর মন্দির থেকে ৫২২টি রুপার ইট উদ্ধার
ভারতের ওডিশা রাজ্যের পুরী শহরের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের কাছে দ্বাদশ শতকে নির্মিত একটি পুরোনো মন্দির থেকে ৫২২টি রুপার ইট উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার ইটগুলো উদ্ধার করা হয়।
ঢেংকানলের পুলিশ সুপার শতীশ গজভয়ি জানান, সম্প্রতি ওই মঠের সংস্কারকাজ করতে গিয়ে অক্ষয় ও বরুণ নামের দুই শ্রমিক ইটগুলোর সন্ধান পান। তাঁরা গোপনে ইটগুলো বিক্রি করতে গেলে পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী গত শনিবার পুলিশ ওই মঠে অভিযান চালিয়ে তিনটি কাঠের বাক্সে রাখা ৫২২টি রুপার ইট উদ্ধার করে।
ঢেংকানলের পুলিশ সুপার শতীশ গজভয়ি জানান, সম্প্রতি ওই মঠের সংস্কারকাজ করতে গিয়ে অক্ষয় ও বরুণ নামের দুই শ্রমিক ইটগুলোর সন্ধান পান। তাঁরা গোপনে ইটগুলো বিক্রি করতে গেলে পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী গত শনিবার পুলিশ ওই মঠে অভিযান চালিয়ে তিনটি কাঠের বাক্সে রাখা ৫২২টি রুপার ইট উদ্ধার করে।
No comments