সুস্থ হয়ে উঠছেন স্টুয়ার্ট ব্রড
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে স্টুয়ার্ট ব্রডের অনুপস্থিতিটা বেশ ভালোমতোই টের পেয়েছে ইংল্যান্ড। ইনজুরির কবলে পড়ে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের পর থেকেই আর মাঠে নামতে পারেননি এই ইংলিশ পেসার। তবে ইংল্যান্ড সমর্থকদের জন্য সুখবর হচ্ছে, খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে বিশ্বকাপটা যে তিনি ভালোমতোই খেলতে পারবেন—সে আশাটা তাঁর রয়েছেই। গতকাল শুক্রবার ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে ব্রড বলেছেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ। আর বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার জন্য আমি উদগ্রীব হয়ে আছি।’ ১৯৯২ সালের পর থেকে বিশ্বকাপের আসরে একেবারেই পাত্তা পায়নি ইংল্যান্ড। শেষ চারটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের বাধাই পেরোতে পারেনি ক্রিকেটের জনকরা। তবে এবার দীর্ঘদিন পর তারা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে অন্যতম ফেবারিট হিসেবে। আর গত দুই বছরে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবেই সাফল্যের দেখা পেয়েছে ইংল্যান্ড। গত বছর ওয়েস্ট ইন্ডিজে পেয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজটা হেরে গেলেও এর আগে তারা জিতেছিল টানা পাঁচটি ওয়ানডে সিরিজ। এই সাফল্যগুলো নিশ্চিতভাবেই এবারের বিশ্বকাপে একটা বড় প্রভাব রাখবে বলে মনে করেন ব্রড। তিনি বলেছেন, ‘আমরা গত দুই বছরে একদিনের ক্রিকেটে খুবই ভালো খেলেছি। আমরা জানি, আমাদের বর্তমান এই দলটা খুবই শক্তিশালী। এখন শুধু আমাদের চার-পাঁচজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরি কাটিয়ে ফিরে এলেই আমরা আমাদের পুরো শক্তিটা ফিরে পাব।’
No comments