মঙ্গল গ্রহে অভিযান চালাতে আজ গুরুত্বপূর্ণ পরীক্ষা
মঙ্গল গ্রহে অভিযানে যেতে দেড় বছর ধরে পরীক্ষামূলক গবেষণা চালানো স্বেচ্ছাসেবী দলের সদস্যরা আজ শনিবার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চালাবেন। লাল রঙের এই গ্রহে অবতরণ করলে কী প্রতিক্রিয়া হবে—এই পরীক্ষার মাধ্যমে তা জানবেন তাঁরা। ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও মস্কোর ইনস্টিটিউট অব বায়োমেডিকেল প্রবলেমস যৌথভাবে এই পরীক্ষার আয়োজন করেছে। এই পরীক্ষাকে মার্স-৫০০ নামে অভিহিত করা হচ্ছে।
পরীক্ষাটি চালাতে মঙ্গল গ্রহের উপযোগী আবহ তৈরি করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। স্বেচ্ছাসেবী ওই দলের ছয় সদস্যের মধ্যে তিনজন আজ কৃত্রিম আবহে মঙ্গল গ্রহে অবতরণ করবেন। সোমবার প্রথমবারের মতো ‘মঙ্গলের উপরিভাগে হাঁটবেন’ তাঁরা।এর মাধ্যমে মঙ্গল অভিযানের জন্য স্বেচ্ছাসেবী দলটির পরীক্ষা-নিরীক্ষার প্রায় অর্ধেক কাজ শেষ হবে। স্বেচ্ছাসেবীদের ৫২০ দিনের জন্য বাইরের সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। মঙ্গল অভিযানে সম্ভাব্য যতটা সময় লাগতে পারে, সেই সময় মানুষের সঙ্গে যোগাযোগ না রাখার মানসিক চাপ সামলানোর সক্ষমতা তৈরির জন্য এটা করা হচ্ছে।ইউরোপিয়ান স্পেস এজেন্সির জেনিফার এনগো-আন জানান, সবাই আন্তরিকভাবে কাজ করছেন। বাস্তব অভিযানের মতো সবকিছু করতে হচ্ছে তাঁদের।
পরীক্ষাটি চালাতে মঙ্গল গ্রহের উপযোগী আবহ তৈরি করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। স্বেচ্ছাসেবী ওই দলের ছয় সদস্যের মধ্যে তিনজন আজ কৃত্রিম আবহে মঙ্গল গ্রহে অবতরণ করবেন। সোমবার প্রথমবারের মতো ‘মঙ্গলের উপরিভাগে হাঁটবেন’ তাঁরা।এর মাধ্যমে মঙ্গল অভিযানের জন্য স্বেচ্ছাসেবী দলটির পরীক্ষা-নিরীক্ষার প্রায় অর্ধেক কাজ শেষ হবে। স্বেচ্ছাসেবীদের ৫২০ দিনের জন্য বাইরের সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। মঙ্গল অভিযানে সম্ভাব্য যতটা সময় লাগতে পারে, সেই সময় মানুষের সঙ্গে যোগাযোগ না রাখার মানসিক চাপ সামলানোর সক্ষমতা তৈরির জন্য এটা করা হচ্ছে।ইউরোপিয়ান স্পেস এজেন্সির জেনিফার এনগো-আন জানান, সবাই আন্তরিকভাবে কাজ করছেন। বাস্তব অভিযানের মতো সবকিছু করতে হচ্ছে তাঁদের।
No comments