সারওয়ানের সেঞ্চুরিতে মান বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ
বিশ্বকাপ শুরুর একেবারে আগমুহূর্তে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিলেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। আজ শ্রীলঙ্কায় কেনিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে সাত উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে যোগ হয়েছে ২৫৩ রান। শুধু রানের অঙ্কটাই দেখলে হয়তো ব্যাটিং বিপর্যয়ের চিত্রটা পুরোপুরি বোঝা যাবে না। ২০ ওভার শেষে মাত্র ৬৫ রান সংগ্রহ করতেই বিদায় নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান চার ব্যাটসম্যান। শেষ পর্যন্ত যে তারা ২৫৩ রানের লড়িয়ে পুঁজি সংগ্রহ করতে পেরেছে, তার পুরো কৃতিত্বটা রামনরেশ সারওয়ানের প্রাপ্য। ১২৫ বলে ১২৩ রানের লড়াকু এক ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের মান বাঁচিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আউট হয়েছেন ইনিংসের শেষ বলে।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেনিয়ান অধিনায়ক জিমি কামান্ডে। মাত্র ৩২ রানের মাথায় দুই ওপেনার ডেবন স্মিথ ও আড্রিয়ান বারাথকে সাজঘরে পাঠিয়েছিলেন টমাস ওডোয়ো। খুব ধীর গতিতে ব্যাট করতে করতে ২০ ওভার শেষে বিদায় নেন ড্যারেন ব্রাভো আর চন্দরপল। স্কোরবোর্ডে তখন যোগ হয়েছিল মাত্র ৬৫ রান। পঞ্চম উইকেটে ৯৪ রানের জুটি গড়ে বিপর্যয়টা কিছুটা সামাল দেন সারওয়ান আর ডোয়াইন ব্রাভো। ৫৪ রান করে ব্রাভো আউট হয়ে গেলেও একাই রানের চাকা ঘুরিয়ে গেছেন সারওয়ান। এরপর বড় আর কোনো জুটি গড়ে না উঠলেও তাঁর ১২৩ রানের সুবাদে উইন্ডিজ স্কোরবোর্ডে শেষ পর্যন্ত জমা হয় ২৫৩ রান।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেনিয়ান অধিনায়ক জিমি কামান্ডে। মাত্র ৩২ রানের মাথায় দুই ওপেনার ডেবন স্মিথ ও আড্রিয়ান বারাথকে সাজঘরে পাঠিয়েছিলেন টমাস ওডোয়ো। খুব ধীর গতিতে ব্যাট করতে করতে ২০ ওভার শেষে বিদায় নেন ড্যারেন ব্রাভো আর চন্দরপল। স্কোরবোর্ডে তখন যোগ হয়েছিল মাত্র ৬৫ রান। পঞ্চম উইকেটে ৯৪ রানের জুটি গড়ে বিপর্যয়টা কিছুটা সামাল দেন সারওয়ান আর ডোয়াইন ব্রাভো। ৫৪ রান করে ব্রাভো আউট হয়ে গেলেও একাই রানের চাকা ঘুরিয়ে গেছেন সারওয়ান। এরপর বড় আর কোনো জুটি গড়ে না উঠলেও তাঁর ১২৩ রানের সুবাদে উইন্ডিজ স্কোরবোর্ডে শেষ পর্যন্ত জমা হয় ২৫৩ রান।
No comments