যুক্তরাষ্ট্র সম্পর্ক ছিন্ন করলে কিছু আসে যায় না: শাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন, যুক্তরাষ্ট্র তাঁদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে করতে পারে। এতে তাঁদের কিছু যায় আসে না। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনয়ন দেওয়া নতুন মার্কিন রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলা প্রত্যাখ্যান করার পর যে কূটনৈতিক টানাপোড়েনের সৃষ্টি হয়েছে, সে প্রসঙ্গে গত মঙ্গলবার শাভেজ এ কথা বলেন।
সম্প্রতি কারাকাসে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ওবামা মার্কিন কূটনীতিক ল্যারি পালমারের নাম ঘোষণা করেন। তবে ভেনেজুয়েলার পক্ষ থেকে জানানো হয়, পালমার ভেনেজুয়েলার বর্তমান সরকারের একজন কট্টর সমালোচক। এ অবস্থায় তারা তাঁকে কারাকাসে দায়িত্ব পালন করতে দিতে পারে না। এর পরই ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভেনেজুয়েলার এ ঘোষণা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।
প্রেসিডেন্ট শাভেজ পালমারের প্রসঙ্গ টেনে বলেন, ‘পালমারকে প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্র যদি আমাদের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে চায়, করতে পারে। তারা যদি আমাদের সঙ্গে সম্পর্কছেদ করতে চায়, তা-ও করতে পারে।’
শাভেজ বলেন. ‘আমরা পালমারকে স্বীকৃতি জানাতে অস্বীকার করেছি। এতে যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেওয়ার হুমকি দিচ্ছে। ভালো কথা, তারা যা পারে করুক। তবে পালমার আসছেন না, এটাই চূড়ান্ত।’
শাভেজ আরও বলেন, ‘এখানে যিনি দায়িত্ব পালন করবেন, তাঁকে অবশ্যই এখানকার সরকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পালমারকে মেনে নিলে সেটা আমাদের জন্য অপমানজনক হবে।
সম্প্রতি কারাকাসে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ওবামা মার্কিন কূটনীতিক ল্যারি পালমারের নাম ঘোষণা করেন। তবে ভেনেজুয়েলার পক্ষ থেকে জানানো হয়, পালমার ভেনেজুয়েলার বর্তমান সরকারের একজন কট্টর সমালোচক। এ অবস্থায় তারা তাঁকে কারাকাসে দায়িত্ব পালন করতে দিতে পারে না। এর পরই ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভেনেজুয়েলার এ ঘোষণা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।
প্রেসিডেন্ট শাভেজ পালমারের প্রসঙ্গ টেনে বলেন, ‘পালমারকে প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্র যদি আমাদের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে চায়, করতে পারে। তারা যদি আমাদের সঙ্গে সম্পর্কছেদ করতে চায়, তা-ও করতে পারে।’
শাভেজ বলেন. ‘আমরা পালমারকে স্বীকৃতি জানাতে অস্বীকার করেছি। এতে যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেওয়ার হুমকি দিচ্ছে। ভালো কথা, তারা যা পারে করুক। তবে পালমার আসছেন না, এটাই চূড়ান্ত।’
শাভেজ আরও বলেন, ‘এখানে যিনি দায়িত্ব পালন করবেন, তাঁকে অবশ্যই এখানকার সরকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পালমারকে মেনে নিলে সেটা আমাদের জন্য অপমানজনক হবে।
No comments