জাতীয় তায়কোয়ান্দোতে আনসারের শিরোপা
ট্রাস্ট ব্যাংক জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ান্দোতে আনসারই চ্যাম্পিয়ন—৮ সোনা, ৪ রুপা ও ৬ ব্রোঞ্জ। ৬ সোনা, ১ রুপা ও ১ ব্রোঞ্জ পেয়ে সেনাবাহিনী রানার্সআপ। পুরুষ বিভাগে সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, জুনিয়র গ্রুপে রাজশাহী। মহিলা বিভাগের সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন আনসার, জুনিয়র বিভাগে সেরা কে বি তায়কোয়ান্দো দোজাং দল।
কাল শেষ দিনে পুরুষ সিনিয়র বিভাগে অনূর্ধ্ব-৫৪ কেজিতে বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) তানজিল, ৫৪-৫৮ কেজিতে সেনাবাহিনীর ওয়াহিদ, ৫৮-৬৩ কেজিতে আনসারের কোরবান, ৬৩-৬৮ কেজিতে সেনাবাহিনীর আনোয়ার, ৬৮-৭৪ কেজিতে আরমান, ৭৪-৮০ কেজিতে শরিফুল, ৮০-৮৭ কেজিতে ২০০৬ এসএ গেমসে সোনাজয়ী মিজানুর রহমান ও ৮৭ কেজিতে সোনা জিতেছেন রাসিউল কবির।
কাল শেষ দিনে পুরুষ সিনিয়র বিভাগে অনূর্ধ্ব-৫৪ কেজিতে বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) তানজিল, ৫৪-৫৮ কেজিতে সেনাবাহিনীর ওয়াহিদ, ৫৮-৬৩ কেজিতে আনসারের কোরবান, ৬৩-৬৮ কেজিতে সেনাবাহিনীর আনোয়ার, ৬৮-৭৪ কেজিতে আরমান, ৭৪-৮০ কেজিতে শরিফুল, ৮০-৮৭ কেজিতে ২০০৬ এসএ গেমসে সোনাজয়ী মিজানুর রহমান ও ৮৭ কেজিতে সোনা জিতেছেন রাসিউল কবির।
No comments