জাপান ও চীন সম্পর্ক উন্নয়নে রাজি
জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও গত সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে এশিয়া- ইউরোপ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি এক সংক্ষিপ্ত বৈঠক করেছেন। এ বৈঠকে তাঁরা দুই দেশের সম্পর্কোন্নয়নে রাজি হয়েছেন। জাপানের মন্ত্রিপরিষদের জনসংযোগ-বিষয়ক উপসচিব নোরিইয়োকি শিকাতা বলেন, তাঁরা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে রাজি হয়েছেন।
সম্প্রতি জাপান এক চীনা নাবিককে আটক করে। সেই থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। জাপান পরে চীনা নাবিককে মুক্তি দিয়েছে।
জাপানের কিওডো সংবাদ সংস্থা জানায়, নাওতো কান ও জিয়াবাও নিয়মিত উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার বিষয়ে সম্মত হয়েছেন। তবে নতুন কোনো বৈঠকের তারিখ এখনো নির্ধারিত হয়নি।
গত মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সম্মেলনের পাশাপাশি ওয়েন জিয়াবাও নাওতো কানের সঙ্গে বৈঠক করতে রাজি হননি।
এদিকে চীনা নাবিককে মুক্তি দেওয়ার কারণে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান সে দেশে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন। জাপানিরা মনে করছেন, চীনের চাপের কাছে তিনি নতি স্বীকার করেছেন।
সম্প্রতি জাপান এক চীনা নাবিককে আটক করে। সেই থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। জাপান পরে চীনা নাবিককে মুক্তি দিয়েছে।
জাপানের কিওডো সংবাদ সংস্থা জানায়, নাওতো কান ও জিয়াবাও নিয়মিত উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার বিষয়ে সম্মত হয়েছেন। তবে নতুন কোনো বৈঠকের তারিখ এখনো নির্ধারিত হয়নি।
গত মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সম্মেলনের পাশাপাশি ওয়েন জিয়াবাও নাওতো কানের সঙ্গে বৈঠক করতে রাজি হননি।
এদিকে চীনা নাবিককে মুক্তি দেওয়ার কারণে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান সে দেশে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন। জাপানিরা মনে করছেন, চীনের চাপের কাছে তিনি নতি স্বীকার করেছেন।
No comments