নির্বাচন দেওয়ার কথা বললেন মন্ত্রী
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গনে নির্বাচন বন্ধ হয়ে গেছে। মেয়াদ শেষে এখন পর্যন্ত ১২-১৩টি ফেডারেশনে অন্তর্বর্তীকালীন কমিটি করা হয়েছে। তাহলে কি নির্বাচন হবে না? আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে ক্রীড়াঙ্গনে নির্বাচন শুরু হওয়ার পর এখন তা বন্ধ হয়ে গেল কেন?
ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এ ব্যাপারে কথা বললেন কাল। সম্মিলিত ক্রীড়া পরিবারের ইফতার অনুষ্ঠানে এসে মন্ত্রী বললেন, ‘আরও দু-একটি ফেডারেশনের অন্তর্বর্তীকালীন কমিটি করা বাকি। তারপর আমরা নির্বাচনে চলে যাব।’
মন্ত্রীর এ ঘোষণার বাস্তবায়ন চান ক্রীড়া সংগঠকেরা। একাধিক সংগঠক বললেন, নির্বাচনী-প্রক্রিয়ায় অনেক অস্বচ্ছতা থাকলেও নির্বাচন হওয়া উচিত। তবে সরকারের মনোভাব আসলে কী, সেটা অনেকেই বুঝতে পারছেন না।
ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এ ব্যাপারে কথা বললেন কাল। সম্মিলিত ক্রীড়া পরিবারের ইফতার অনুষ্ঠানে এসে মন্ত্রী বললেন, ‘আরও দু-একটি ফেডারেশনের অন্তর্বর্তীকালীন কমিটি করা বাকি। তারপর আমরা নির্বাচনে চলে যাব।’
মন্ত্রীর এ ঘোষণার বাস্তবায়ন চান ক্রীড়া সংগঠকেরা। একাধিক সংগঠক বললেন, নির্বাচনী-প্রক্রিয়ায় অনেক অস্বচ্ছতা থাকলেও নির্বাচন হওয়া উচিত। তবে সরকারের মনোভাব আসলে কী, সেটা অনেকেই বুঝতে পারছেন না।
No comments