আজ অস্ট্রেলিয়া যাচ্ছেন তামিম
অনেক দিন বয়ে বেড়ানো হাতের সমস্যাটার চূড়ান্ত সমাধান করতে আজ রাতেই অস্ট্রেলিয়ার বিমানে উঠছেন তামিম ইকবাল। সিডনির বিশেষজ্ঞ চিকিত্সকের সঙ্গে তামিমের দেখা করার কথা আগামী ৭ সেপ্টেম্বর, মেলবোর্নে চিকিত্সক দেখাবেন ৯ সেপ্টেম্বর। কাল তামিম বললেন, ‘মূলত চেকআপ করাতেই যাচ্ছি। তবে ডাক্তার যদি সব দেখে বলেন অস্ত্রোপচার করালে পুরোপুরি ভালো হয়ে যাব, তাহলে একেবারে অস্ত্রোপচার করিয়েই ফিরব।’ অস্ত্রোপচার করালে যদি নিউজিল্যান্ড সিরিজ মিসও হয়, তবুও সেটা করাবেন বলে জানিয়েছেন তামিম, ‘আগে তো সুস্থ হওয়া, তারপর খেলা। সুস্থ হওয়ার জন্য না হয় একটা সিরিজ না-ই খেললাম।’
No comments