ইরাক থেকে সেনা প্রত্যাহারকে স্বাগত জানাল ইরান

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইরাক অভিযানে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়ারও দাবি জানান। গতকাল বুধবার ইরানের আল আলম টেলিভিশনে প্রচারিত খবরে এ কথা জানা যায়।
খবরে বলা হয়, এক সাক্ষাত্কারে আহমাদিনেজাদ মার্কিন সেনা সরিয়ে আনার বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেছেন, যারা ইরাক আক্রমণ করেছিল আন্তর্জাতিক আদালতে বিচার করে তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত।
আহমাদিনেজাদ বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যদি সত্যিই কার্যকর কিছু করতে চান, তাহলে তাঁকে ইরাক বিষয়ে নাক না গলানোর অঙ্গীকার করতে হবে। এ ছাড়া তাঁকে বাকি সেনা সরিয়ে নিয়ে ইরাকের সার্বভৌমত্বকে স্বীকৃতি এবং হামলাকারীদের শাস্তি দিতে হবে।

No comments

Powered by Blogger.