আবারও মেসির বাতিস্তা-সমর্থন
স্প্যানিশ লিগে দিন বারোর লম্বা বিরতি। লিওনেল মেসি তাই একটু আগেভাগেই ছুটি নিয়ে চলে গেছেন আর্জেন্টিনায়। বুয়েনস এইরেসে ৭ সেপ্টেম্বর প্রীতি ম্যাচ আছে স্পেনের বিপক্ষে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে যে ম্যাচের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে অন্তর্বর্তী কোচ সার্জিও বাতিস্তার চাকরি। যদিও বার্সেলোনা থেকে ফিরে দেশে পা রেখেই মেসি জানিয়ে দিলেন, বাতিস্তাই তাঁদের চোখে স্থায়ী কোচ।
‘কেউই চেচোকে (বাতিস্তার ডাকনাম) ভারপ্রাপ্ত কোচ হিসেবে দেখে না। আমাদের কাছে তিনিই কোচ, তাঁর পরিকল্পনা অনুযায়ী সবকিছু করার চেষ্টা করব আমরা’—বলেছেন মেসি, বার্সেলোনার জার্সি গায়ে সর্বশেষ দুই ম্যাচে চার গোল করেছেন যিনি।
এর আগেও বাতিস্তার পক্ষে অবস্থান নেওয়ায় ম্যারাডোনার অনুসারীদের অনেকেই মেসির সমালোচনা করেছিল। তবে মেসি মনে হচ্ছে গত অলিম্পিক ফুটবলজয়ী কোচের পক্ষেই। সমালোচকেরা মেসির নেতৃত্বগুণ নিয়েও প্রশ্ন তুলেছিল। মেসি অবশ্য জানালেন, ‘মাচেরানোই এই দলের অধিনায়ক। দলের অধিনায়ক হতে আমারও ভালোই লাগে। কিন্তু মাচেই ঠিক আছে।’
‘কেউই চেচোকে (বাতিস্তার ডাকনাম) ভারপ্রাপ্ত কোচ হিসেবে দেখে না। আমাদের কাছে তিনিই কোচ, তাঁর পরিকল্পনা অনুযায়ী সবকিছু করার চেষ্টা করব আমরা’—বলেছেন মেসি, বার্সেলোনার জার্সি গায়ে সর্বশেষ দুই ম্যাচে চার গোল করেছেন যিনি।
এর আগেও বাতিস্তার পক্ষে অবস্থান নেওয়ায় ম্যারাডোনার অনুসারীদের অনেকেই মেসির সমালোচনা করেছিল। তবে মেসি মনে হচ্ছে গত অলিম্পিক ফুটবলজয়ী কোচের পক্ষেই। সমালোচকেরা মেসির নেতৃত্বগুণ নিয়েও প্রশ্ন তুলেছিল। মেসি অবশ্য জানালেন, ‘মাচেরানোই এই দলের অধিনায়ক। দলের অধিনায়ক হতে আমারও ভালোই লাগে। কিন্তু মাচেই ঠিক আছে।’
No comments