মামলা পুনরায় শুরু করার নির্দেশ সর্বোচ্চ আদালতের
ভারতের ভোপাল গ্যাস দুর্ঘটনা মামলা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়া, বিচারপতি আলতামাস কবির ও বিচারপতি আর ভি রবীন্দ্রনকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন।
২৬ বছর পর গত ৭ জুন এ মামলার রায় দেন ভূপালের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোহন পি তেওয়ারি। এতে অভিযুক্ত সাতজনকে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এরপর দেশজুড়ে বিচারব্যবস্থার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। পরে সিবিআইয়ের দায়ের করা কিউরেটিভ আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মামলাটির রায় পুনর্বিবেচনা করতে সাত আসামির প্রতি নোটিশ জারি করেন।
১৯৯৬ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ এম আহমদি ও বিচারপতি এস বি মজুদারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ অভিযুক্তদের বিচার দণ্ডবিধির ৩০৪ পার্ট টু ধারায় না করে ৩০৪এ ধারায় করার নির্দেশ দেন। এতে বিচারে দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত ব্যক্তিদের সাজার মেয়াদ ১০ বছরের জায়গায় দুই বছর হয়ে যায়।
২৬ বছর পর গত ৭ জুন এ মামলার রায় দেন ভূপালের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোহন পি তেওয়ারি। এতে অভিযুক্ত সাতজনকে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এরপর দেশজুড়ে বিচারব্যবস্থার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। পরে সিবিআইয়ের দায়ের করা কিউরেটিভ আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মামলাটির রায় পুনর্বিবেচনা করতে সাত আসামির প্রতি নোটিশ জারি করেন।
১৯৯৬ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ এম আহমদি ও বিচারপতি এস বি মজুদারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ অভিযুক্তদের বিচার দণ্ডবিধির ৩০৪ পার্ট টু ধারায় না করে ৩০৪এ ধারায় করার নির্দেশ দেন। এতে বিচারে দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত ব্যক্তিদের সাজার মেয়াদ ১০ বছরের জায়গায় দুই বছর হয়ে যায়।
No comments