জুলিয়া গিলার্ডের প্রতি গ্রিন পার্টির সমর্থন

নতুন প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেলেন অস্ট্রেলিয়ার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। দেশটির গ্রিন পার্টি সরকার গঠনে জুলিয়া গিলার্ডের প্রতি সমর্থন প্রকাশ করায় তিনি এখন সরকার গঠনের পথে অনেকটা এগিয়েছেন। তবে সরকার গঠনের জন্য গিলাডের্র আরও তিনজন এমপির সমর্থন প্রয়োজন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আসলে শেষ পর্যন্ত কে হবেন, তা নির্ভর করছে চারজন স্বতন্ত্র এমপির ওপর। তাঁদের মধ্যে তিনজন যাঁর প্রতি সমর্থন দেবেন, তিনিই হবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
অস্ট্রেলিয়া পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ৭৬ জন এমপির সমর্থন প্রয়োজন। নির্বাচনে এক আসন পাওয়া গ্রিন পার্টির সমর্থনের পর জুলিয়া গিলার্ডের দলের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৭৩টি। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী টনি অ্যাবোটের দলের আসনসংখ্যা ৭৩টি। তিনিও সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সরকার গঠন নিয়ে অস্ট্রেলিয়ায় যে দরকষাকষি চলছে, তা আগামী সপ্তাহ পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। এর পরই বোঝা যাবে কে হবেন দেশটির নতুন প্রধানমন্ত্রী।

No comments

Powered by Blogger.