ডিএসই: সাধারণ সূচক ও লেনদেন বেড়েছে
ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে সাধারণ মূল্যসূচক এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ও আর্থিক লেনদেন বেড়েছে। আজ সাধারণ মূল্যসূচক ১১৬.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৭৭৪.৮৬ পয়েন্টে।
আজ মোট এক হাজার ৫২১ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে ৩৩ কোটি টাকা বেশি।
আজ লেনদেন হওয়া মোট ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০২টি প্রতিষ্ঠানের, কমেছে ৪৭টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজও গতকালের ন্যায় লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। দ্বিতীয়স্থানে রয়েছে বিএসআরএম স্টিল। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা অপর তিনটি প্রতিষ্ঠান হলো আফতাব অটোমোবাইলস, বেক্সিমকো টেক্সটাইল ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।
সবচেয়ে বেশি দাম বেড়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের। এ ছাড়া সাফকো স্পিনিং, এইচ আর টেক্সটাইল, অনলিমা ইয়ার্ন ও সিএমসি কামালের শেয়ারের দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো ঢাকা ব্যাংক, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ১ স্কিম ১ ও কাশেম সিল্ক।
আজ মোট এক হাজার ৫২১ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে ৩৩ কোটি টাকা বেশি।
আজ লেনদেন হওয়া মোট ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০২টি প্রতিষ্ঠানের, কমেছে ৪৭টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজও গতকালের ন্যায় লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। দ্বিতীয়স্থানে রয়েছে বিএসআরএম স্টিল। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা অপর তিনটি প্রতিষ্ঠান হলো আফতাব অটোমোবাইলস, বেক্সিমকো টেক্সটাইল ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।
সবচেয়ে বেশি দাম বেড়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের। এ ছাড়া সাফকো স্পিনিং, এইচ আর টেক্সটাইল, অনলিমা ইয়ার্ন ও সিএমসি কামালের শেয়ারের দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো ঢাকা ব্যাংক, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ১ স্কিম ১ ও কাশেম সিল্ক।
No comments