বোলিং কোচ নিয়ে সংকটে বিসিবি
বোলিং কোচ খুঁজতে গিয়ে খালি ‘না’ই শুনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার ‘না’ করে দেওয়ার পর বাংলাদেশ দলের বোলিং কোচ হতে অসম্মতি জানিয়েছেন ইংল্যান্ডের অ্যান্ডি ক্যাডিক ও ভারতের ভেঙ্কটেশ প্রসাদও। বোলিং কোচ নিয়ে তাই এখন দারুণ সংকটে বিসিবি।
বিসিবি সূত্রে জানা গেছে, ক্যাডিকের সঙ্গে শেষ পর্যন্ত যোগাযোগ করা গেলেও নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকা সাবেক এই ইংলিশ পেসার এ মুহূর্তে কোচের চাকরি নিতে চাইছেন না। আর ভারতে এসিসির চাকরি করছেন বলে প্রসাদকে পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। ক্লুজনার না করে দেওয়ার পর এই দুজনের সঙ্গে যোগাযোগ চালিয়েছিল বিসিবি।
সামনে বিশ্বকাপ, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ দলের সঙ্গে একজন বোলিং কোচ যোগ করতে বিসিবিকে তাই নতুন করে সন্ধানে নামতে হচ্ছে।
বিসিবি সূত্রে জানা গেছে, ক্যাডিকের সঙ্গে শেষ পর্যন্ত যোগাযোগ করা গেলেও নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকা সাবেক এই ইংলিশ পেসার এ মুহূর্তে কোচের চাকরি নিতে চাইছেন না। আর ভারতে এসিসির চাকরি করছেন বলে প্রসাদকে পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। ক্লুজনার না করে দেওয়ার পর এই দুজনের সঙ্গে যোগাযোগ চালিয়েছিল বিসিবি।
সামনে বিশ্বকাপ, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ দলের সঙ্গে একজন বোলিং কোচ যোগ করতে বিসিবিকে তাই নতুন করে সন্ধানে নামতে হচ্ছে।
No comments